ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

পাঁচটি বার্ন ইউনিট স্থাপনে চুক্তিভিত্তিক পরিচালক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
পাঁচটি বার্ন ইউনিট স্থাপনে চুক্তিভিত্তিক পরিচালক নিয়োগ

ঢাকা: রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মুহম্মদ নওয়াজেস খান।

নওয়াজেস খানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাগুলো স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক নওয়াজেস খানকে ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর) ১০০ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (বার্ন এন্ড বার্ন রিকন্সট্রাকশন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।