ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ওয়াইসিবিডির অনুষ্ঠান সোমবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ওয়াইসিবিডির অনুষ্ঠান সোমবার 

ঢাকা: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষ্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে ইয়ুথ কমিউনিটি অব বাংলাদেশ (ওয়াইসিবিডি)।  

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠান হবে।

 

রোববার (০৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকবেন প্রমিসেস মেডিকেল লিমিটেডের পরিচালক মো. শফিকুল ইসলাম শফিক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট ডা. এ. কে মো. খালিকুজ্জামান, চিত্রনায়ক তানভীর তনুসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।