ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা রোধে টিকার আওতায় মেহেরপুরে ৮২ হাজার শিশু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
করোনা রোধে টিকার আওতায় মেহেরপুরে ৮২ হাজার শিশু 

মেহেরপুর: মেহেরপুরে ৫-১১ বছর বয়সী নিবন্ধনকৃত ৮২ হাজার শিশুকে করোনা ভাইরাস রোধে টিকা দেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে একযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।


মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. জাওহেরুল আনাম সিদ্দিকী বাংলানিউজকে জানান, মেহেরপুরেও ৫-১১ বছর বয়সী ৮২ হাজার শিশুকে করোনা রোধে ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধন করা হয়েছে। পর্যায়ক্রমে সবাই টিকার আওতায় আসবে।  

শিশুদের ভ্যাকসিন দেওয়ার সময় টিকাকেন্দ্রগুলোতে অভিভাবকরা স্বপ্রণোদিত হয়ে তাদের সন্তানদের টিকাদানে উৎসাহিত করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।