ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে কন্যার

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে কন্যার

আজ ২৪ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়।

ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল-

মেষ
কোনো গুণের জন্য সমাদৃত হতে পারেন। আয়ের ক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। কর্মক্ষেত্রে আনুকূল্য পাওয়া সহজ হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। ব্যক্তিগত বিষয়ে স্বস্তি আসবে।

বৃষ
পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। মনের ওপর বিরূপ প্রতিক্রিয়া আপনার কাজের গতি কমিয়ে দিতে পারে। বুদ্ধিবলে পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন।

মিথুন
কোনো শুভ প্রচেষ্টার অগ্রগতি হবে। উপার্জন বৃদ্ধির নতুন কোনো পথ খুঁজে পাবেন। প্রত্যাশার চেয়ে আরো ভালো কিছু পেতে পারেন। ইতিবাচক মনোভাবে লাভবান হবেন। কাজে কৌশলী হতে হবে।

কর্কট
কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। পাওনা আদায়ে অগ্রগতি হবে। পেশায় পরিকল্পনার বাস্তবায়ন বাড়বে।

সিংহ
শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। বিদেশসংক্রান্ত কোনো কাজে লাভবান হতে পারেন। কোনো পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। শুভ কাজে যুক্ত থাকুন।

কন্যা
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। সম্ভাব্য ক্ষেত্রে ব্যাংক ঋণের আলোচনায় অগ্রগতি। ব্যবসায় বাড়তি চাপ আসবে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। পারিবারিক ও পেশাগত পরিবেশ আপনার অনুকূলে থাকবে।

তুলা
সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন কিছু করার সুযোগ আসবে। অংশীদারি কাজে ভালো লাভ আশা করা যায়। প্রেম-প্রণয় শুভ। মানসিক স্থিরতায় ভালো ফল পাবেন। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

বৃশ্চিক
বেকারদের কাজের সুযোগ আসতে পারে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে হতে পারে। বিরূপ পরিবেশে বিষণ্ন থাকতে পারেন। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। মন ভালো রাখুন।

ধনু
ভাগ্য সর্বক্ষেত্রে সাহায্য করবে। সামাজিক মর্যাদা বাড়বে। আর্থিক সুবিধা পাবেন। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন। ভালো কাজের আশ্বাস পাবেন। বিনোদন ও রোমান্স শুভ। প্রিয়জনের কাছে থাকুন।

মকর
কাজকর্মে পরিশ্রম বাড়বে। স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচার্য আনন্দ দেবে। গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। সিদ্ধান্তে অটল থাকতে হবে।

কুম্ভ
নতুন যোগাযোগের অনুকূল দিন। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। উচ্চপদস্থ কারো কাছ থেকে সহযোগিতা পাবেন। অর্থোন্নতির সম্ভাবনা আছে। দিনের শেষে ভালো কিছু পেতে পারেন।

মীন
অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। ভালো কোনো পরিবর্তন আসতে পারে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা আছে। অসুস্থদের সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।