ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

জেনে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
জেনে নিন কেমন যাবে আজকের দিন

আজ ১৪ চৈত্র ১৪২৯, ২৮ মার্চ ২০২৩, ০৫ রমজান ১৪৪৪ রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: শিক্ষক ও অধ্যাপকদের আর্থিক উন্নতি ঘটবে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন। কারো ব্যাপারে কৌতূহল দেখাবেন না। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন।  

বৃষ: আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষান্বিত হয়ে কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায় আংশিক লাভ হবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।  

মিথুন: চাকরিক্ষেত্রে কোনো কারণে অসন্তোষ দেখা দিতে পারে। কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। উৎসাহ বাড়ায় কাজকর্মে সাফল্য আসবে। দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন।  

কর্কট: কোনো বন্ধুর দ্বারা ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। প্রকাশনা ও কাগজ ব্যবসায় লাভবান হতে পারেন। ভ্রমণযোগ থাকলেও না যাওয়াই ভালো।  

সিংহ: দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসায় পরিশ্রম বাড়বে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। হঠাৎ টাকা পেতে পারেন।  

কন্যা: বেশি উদারতা আপনার পক্ষে ক্ষতিকারক। সাংসারিক ব্যয় বাড়াতে মানসিক চিন্তা বাড়বে। চলাফেরায় সাবধান থাকবেন। কোনো নেতার সাহায্য পাবেন।  

তুলা: কাজকর্মে উৎসাহ বাড়বে। অসমাপ্ত কাজ শেষ করতে পারলে শান্তি পাবেন। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের কোনো কারণে বিঘ্ন দেখা দিতে পারে।  

বৃশ্চিক: সরকারি চাকরিক্ষেত্রে কোনো বিভ্রান্তি দেখা দেবে। মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। কোনো সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। নিজের ভুলে কোনো কাজ অসমাপ্ত থেকে যেতে পারে।  

ধনু: মন-মেজাজ উগ্র হয়ে উঠতে পারে। সাবধানে চলাফেরা করবেন। পারিবারিক কোনো ঘটনা দুর্ভাবনায় ফেলতে পারে। কাজকর্ম ঠিকমতো চললেও প্রয়োজনীয় টাকা হাতে আসবে না।

মকর: চিন্তায় থাকবেন। পারিবারিক ক্ষেত্র শুভ হলেও বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। বেশি টাকা উপার্জনের জন্য অসদুপায় অবলম্বনে নিজেরই ক্ষতি। সঠিক পথে চলতে চেষ্টা করবেন।  

কুম্ভ: অবশ্যই সাফল্য পাবেন। টিকাদারি ব্যবসায় বড় রকমের সুযোগ আসতে পারে। প্রয়োজনে ঋণ হতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন।  

মীন: রাজনৈতিক নেতাদের কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় সাফল্য পাবেন। বিশেষ কোনো যোগাযোগে লাভবান হবেন।  

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।