জীবন চলার পথের বাঁকে কখনো সৌভাগ্যের আলো, কখনো আবার সতর্কতার ছায়া। আজ গ্রহের দোলাচলে কার মনে জাগবে নতুন আশা, আর কার সামনে খুলবে অচেনা দরজা? রাশির ভাষায় খুঁজে নিন আপনার দিনের (১৭ জুলাই) মানচিত্র।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ প্রায়শই আপনার উদ্যোগ প্রশংসিত হবে। নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়া বা গ্রুপ বোর্ডে উপস্থাপনায় আপনি আলো চমকাতে পারেন। ব্যক্তি জীবনেও সতর্কতা অবলম্বন করুন—প্রতিটি কথাগুলো অনেক দূর যেতে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে)
আর্থিক দিক থেকে দিনটি স্থির থাকবে। দীর্ঘকাল ধরে জমে থাকা সঞ্চয়ে নগদ প্রবাহ আসতে পারে। ঘরোয়া পরিবেশে শান্তিপূর্ণ সময় কাটবে, নতুন সঞ্চয় পরিকল্পনা করতে উপযুক্ত দিন।
মিথুন (২১ মে – ২০ জুন)
বন্ধুবান্ধব বা পরিচিতদের সঙ্গে মেলামেশায় আজ আপনার জনপ্রিয়তা থাকবে। যে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই, সেই সম্পর্ক নতুন করে টেকসই হতে পারে। সামাজিক ইভেন্টে অংশ নেওয়ার জন্য উপযোগী।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
পরিবারের আলোচনায় আজ সমঝোতার সূচনা হতে পারে, বিশেষ করে বাড়তি খরচ বা পরিকল্পনায়। সন্তান বা ওয়ারিশদের নিয়ে সুখবর আসতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
কর্মক্ষেত্রে আপনার প্রয়াসকে উচ্চ প্রশংসা করা হতে পারে। তবে অহংকার বা গর্ব এড়িয়ে চলুন, শান্তভাবেই নিজের জায়গা রাখুন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
আজ আপনার বিশ্লেষণে মন বেশি নিবিষ্ট থাকবে। তবে শরীরকে উপেক্ষা না করে নিয়মিত পানিকরুন, হালকা ব্যায়াম রাখুন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
পেশায় আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে পরিকল্পনা এবং কাউন্সেলের সহায়তায় সেগুলো মোকাবিলা সম্ভব। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় থাকলে ভালো যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
আপনার জ্ঞান বা গবেষণায় নতুন তথ্য উদঘাটন হতে পারে। তবে শেয়ার করার আগে যাচাই প্রক্রিয়া অবশ্যই পালন করুন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
যাতায়াত বা ছোট ভ্রমণে আনন্দের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গ থেকে মানসিক সান্ত্বনা মেলতে পারে। তবে সময়মতো ঘুম ও খাবার মেনে চলুন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
কর্মক্ষেত্রে প্রমোশন বা বোনাসের খবর আসতে পারে। বড় আর্থিক বিনিয়োগের আগে অভিজ্ঞ কাউকেই পরামর্শ দিয়ে নিন—সতর্ক থাকা ভাল।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল কাজে আজ মন থাকবে ভালোভাবে। ব্যক্তিগত জীবনে, বিশেষ করে রোমান্স বা বন্ধুত্বে নতুন দিক যোগ হতে পারে। কিছু ‘টেকনিকাল’ বিষয়ে আরও সময় দেওয়া দরকার।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ আপনার আবেগ বেশ চরমে থাকবে—সন্তান বা বন্ধুর সাথে কথা বলার সময় সাবধান হোন। দয়া ভরা মনোভাব রাখলে সম্পর্ক আরও মজবুত হবে।
আরএইচ