প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: [email protected]
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ০৫/০৮/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
বিজ্ঞান বিষয়ক চিন্তা, মৌলিক গবেষণা ও পরিকল্পনার সার্থক রূপায়ণ করা সম্ভব হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিতে পারে। চিত্রশিল্পী ও ভাস্করদের জন্য শুভ দিন। দাম্পত্যে অশুভ যোগ দেখা যাচ্ছে। কোনো নারীকে কেন্দ্র করে দাম্পত্য অশান্তি বাড়বে।
টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
পিত্তজনিত প্রকোপে নানা রোগ-ব্যাধি দেখা দিতে পারে। অতিরিক্ত ভাবপ্রবণতায় যুক্তি-বুদ্ধি বিসর্জন দিলে সমস্যা বাড়বে। পরিচিতজনের কারসাজিতে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাব্যচর্চা, সঙ্গীত চর্চায় সফলতা। মামলা-মকদ্দমায় জড়ানোর আশঙ্কা। প্রেমিক বা প্রেমিকার তরফে মানসিক সাহায্য পাবেন।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পারিবারিক বিষয়-সম্পত্তি বণ্টন নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়বে। দূর ভ্রমণের যোগ আছে। রাসায়নিক বা জলীয় দ্রব্যের ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ। বৃত্তিগত প্রশিক্ষণের সুবাদে নামী সংস্থায় কাজকর্মের যোগাযোগ হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা সম্পন্ন হওয়ার যোগ আছে। প্রেমযোগ স্পষ্ট নয়।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
নতুন কর্ম পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত আছে। বাড়ির সংস্কার ও নতুন নির্মাণে পড়শি সমস্যা করতে পারে। দিনের মধ্যভাগে বন্ধুর আপত্তিকর আচরণের জন্য সম্পর্কের অবনতি হতে পারে। কোনো প্ররোচণায় পা না-দেওয়াই ভালো। ঘাড় ও পিঠের ব্যথায় ভোগান্তি হতে পারে। প্রেম নিয়ে বেশি আলোচনা এড়িয়ে চলুন।
টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
নিজস্ব পরিকল্পনায় আমদানি-রপ্তানি ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ আছে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে আকস্মিক বাধা আসতে পারে। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল। বন্ধুবেশী শত্রুর কূটচালে বৈষয়িক ক্ষতি ও মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে। কোনো পরিচিত প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
গুরুজনের স্বাস্থ্যহানিতে উদ্বেগ ও হয়রানি বাড়বে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখাই ভালো। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগান্তি দেখা দিতে পারে। দিনের মধ্যভাগে চুরি বা পকেটমারিতে অর্থ ক্ষতির সম্ভাবনা আছে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। প্রেমের ক্ষেত্রে বাধা হতে পারে আপনার বাহ্যিক কাঠিন্য।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
শত্রু মোকাবিলার জন্য আইনি প্রস্তুতি প্রয়োজন হতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয় হবে। ব্যবসায় বহু ব্যস্ততা ও অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। ভগ্নস্বাস্থ্য উদ্ধারের জন্য সমুদ্রের নিকটবর্তী স্থানে অবস্থানের পরিকল্পনা করতে পারেন।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
পারিবারিক ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো আত্মীয়ের অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে শুভ। প্রেম নিয়ে কোনো পরিকল্পনা থাকলে আজ এগোতে পারেন।
টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে গিয়ে ঠোক্কর খেতে হতে পারে। মধ্যভাগে আগের বিনিয়োগ বা বিমাসূত্রে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। সংখ্যাতত্ত্বের অনুশীলনে অগ্রগতির সম্ভাবনা আছে। অন্তভাগে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি পাত্রে জলে যব এবং চাল ভিজিয়ে রাখুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
নিজস্ব প্রতিভার জোরে ভাগ্যোদয় ও সমৃদ্ধি আসবে। কাজে সংস্থা গত পরিবর্তনের চেষ্টা সফল না-ও হতে পারে। সৃষ্টিশীল কাজে আনন্দ খুঁজে পাবেন। ওষুধের ব্যবসা ও শিল্পকাজে উপার্জন বাড়বে বলেই মনে হচ্ছে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম নিয়ে কিছুটা মানসিক চাপে থাকতে হতে পারে।
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
পেটের রোগের সমস্যা বৃদ্ধিতে ভোগান্তি হতে পারে। সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধে মনঃকষ্ট দেখা দেবে। মধ্যভাগে একাধিক পথে অর্থাগম হবার সম্ভাবনা আছে। অনিদ্রাজনিত রোগ নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। দিনের অন্তভাগে নৃত্য নাটকাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি লাভ হবে। দিনের শেষ ভাগটি প্রেমের জন্য বিশেষ শুভ।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
মীন লগ্নে জাত ব্যক্তির কর্মক্ষেত্রে গোলযোগের জেরে কর্ম পরিবর্তনের চেষ্টায় সাফল্যের যোগ দেখা যাচ্ছে। দূরদেশ থেকে প্রিয়জনের পাঠানো উপহার পেতে পারেন। প্রেম-প্রণয়ে কিছুটা অভিমানের মেঘ জমতে পারে। চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যাহত হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪