ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

সিংহের ভ্রমণযোগ, কন্যার কর্মস্থলে শান্তি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
সিংহের ভ্রমণযোগ, কন্যার কর্মস্থলে শান্তি

আজ কেমন যাবে
তারিখ- ০১/০৯/২০১৪

মেষ: শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
শত্রুভাবাপন্ন কর্মকর্তার কূটচালে কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে। মূল্যবান জিনিষ চুরি বা হারানোর আশঙ্কা।

ইতিহাস বা লোকসঙ্গীত বা লোকসাহিত্য নিয়ে কাজ করছেন এমন গবেষকদের শুভ দিন। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পড়ুন।

বৃষ: শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
সকলের কথা ভেবে করা কোন কাজে নেমে অপবাদ জুটতে পারে। ব্যবসাতে  ক্ষতির আশঙ্কা বর্তমান। কর্মক্ষেত্রের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর্থিক বিষয় নিয়ে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: গোসল করার পর একটি নারকোল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্যের অভাবে অর্থ সঙ্কটের আশঙ্কা দেখা দিতে পারে। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান হবে। বাসস্থান কেনা বা নির্মাণ শুরু করার এটি শুভ দিন। বাসস্থান পরিবর্তন করতে চাইলে তার পরিকল্পনা করতে পারেন।

টোটকা: একটি নাভি শঙ্খ নিজের কাছে রাখুন

কর্কট: শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
কঠোর পরিশ্রমের পরের স্বীকৃতির যোগ খুব একটা শক্তিশালী নয়। অর্থনৈতিক সংযমের অভাবে আর্থিক বিপত্তির আশঙ্কা। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য জীবনে জটিলতা দেখা দিতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।

টোটকা:  একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
কাজ উপলক্ষে দূরে ভ্রমণের খবর পেতে পারেন। আপনার সততার জন্যে অন্যের কাছে প্রিয় হয়ে ওঠার সম্ভাবনা। স্বামী-স্ত্রীর মতান্তর দূর হতে পারে। পরিবারে শান্তি ফিরে আসবে।

টোটকা: একটি পাত্রে  যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৮
কর্মস্থলে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে নতুন জটিলতা চিন্তা বাড়াবে। উচ্চশিক্ষা  কৃতিত্ব লাভ করতে পারবেন। আর্থিক পাওনা ফিরত চাওয়ার সুযোগ পাবেন না। খরচ বাড়া ইঙ্গিত দেখা যাচ্ছে।

টোটকা: শয়ন কক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা : ১৯
বিদেশে উচ্চশিক্ষা সুযোগ আসতে পারে। আইনি লড়াইয়ে শুভ ফলের সম্ভাবনা আছে। ব্যবসার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আকস্মিক আঘাত আসতে পারে। ব্যবসার প্রতিটি পদক্ষেপ চিন্তা করে ফেলুন।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ১৬
অত্যধিক উদার মানসিকতার জন্য কর্মস্থলে বিড়ম্বনায় পড়তে হতে পারে। ব্যবসায় হঠকারী বিনিয়োগে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। পেটের বা হজমের সমস্যায় দুর্ভোগ সইতে হতে পারে। শারীরিক অস্বস্তি কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন

ধনু: শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে জটিল কাজ উদ্ধার করে কর্মস্থলে সমীহ আদায় করবেন। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা দেখা দেবে। জীবাণুঘটিত জ্বর, পেটের সমস্যা ভোগাতে পারে। প্রেম নিয়ে কিছু জটিলতা দেখা দিতে পারে।

টোটকা: লোহা, দস্তা এবং তামা তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২১
কার গোপন উসকানিতে স্বজন মহলে মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। টিউমার জাতীয় সমস্যা থাকলে  দুর্ভোগ বাড়াবে। দাম্পত্য জীবনে অর্থ নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল এবং সিঁদুর মাখিয়ে সমান ভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১
কর্মস্থলে জটিলতা কাটিয়ে বাহবা পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় অংশীদারের চালচলনে বাড়তি নজর দরকার। ব্যবসা নিয়ে আপনার সামান্য গাছড়া মনোভাব বড় ক্ষতি ডেকে আনতে পারে।   পেটের সমস্যা বা আলসারে ভোগান্তির লক্ষণ দেখা যাচ্ছে।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি এবং কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে স্থাপন করুন।

মীন: শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা : ১২
সম্পত্তি রক্ষায় বাড়তি সতর্কতা দরকার। পরিবারের বিরুদ্ধে কেউ গোপনে শত্রুতা করতে পারে। কোনও বিশেষ খবরে বিষণ্ণতা গ্রাস করতে পারে। শ্লেষ্মা  ও গলার পীড়ায় কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোর’, দুটি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।