ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অর্থযোগ অনুকূলে কুম্ভের, বুদ্ধিতে রক্ষা বৃষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
অর্থযোগ অনুকূলে কুম্ভের, বুদ্ধিতে রক্ষা বৃষের

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।



বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: [email protected]

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।


আজ কেমন যাবে
তারিখ- ১৫/০২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে।   ব্যবসার পরিবেশ মোটামুটি আয়ত্তে থাকলেও সাধারণ কিছু সমস্যার যোগ আছে। পরিবেশ অনুকূল থাকায় প্রতিপক্ষ শান্ত থাকবে। প্রেমযোগ আছে।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
বুদ্ধিবলে বিপদ থেকে মুক্তি পাবেন। গোপনে বিশ্বস্ত কারো মাধ্যমে কাজ উদ্ধারের সম্ভাবনা আছে। কোনো গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে আসতে পারে। দাম্পত্য সুখ বর্তমান থাকবে।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ব্যবসায় শ্রীবৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। স্থপতি ও প্রযুক্তিবিদের শুভ সময় আসছে। মনের নেতিবাচক চিন্তা গুলিকে দূর করে দিন। বিকেলে কর্ম সংক্রান্ত খবরে নিশ্চিত হবেন। প্রেমযোগ শুভ।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
মধ্যভাগে সজ্জন ব্যক্তির পরামর্শে শত্রুর মোকাবিলা ও ঋণ পরিশোধ করতে পারবেন। শুভ যোগের ফলে কাজে সাফল্য পাবেন। আপানর সিদ্ধান্তের ফলে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: সাদা পোশাক পরুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
প্রতিযোগীদের গোপন চক্রান্ত ব্যবসার ক্ষেত্রে বিপত্তি ডেকে আনতে পারে। মূল্যবান দ্রব্যাদি লাভের যোগ আছে। বিকেলে কর্মক্ষেত্রে পরিস্থিতি জটিল  হতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
পারিবারিক বিষয়ে কিছু কিছু বাধা দেখা যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি আগে শেষ করুন। অতিরিক্ত লাভের আশা করবেন না। শারীরিক বিড়ম্বনায় কষ্ট পেতে পারেন। কর্মসূত্রে ভ্রমণের যোগ আছে।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিষ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৮
সম্পত্তি সংক্রান্ত বিবাদ আদালত বাইরেই মীমাংসা হতে পারে। সকালের দিকে সুযোগ এলেও দুপুরের পর যে কোনো সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ের যোগ আছে। প্রেমযোগ নেই।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৫
আপনার ইতিবাচক কাজকর্ম সবাইকে উৎসাহিত করবে। তবে কিছুটা পারিবারিক দুশ্চিন্তা বজায় থকবে। উপস্থিত থাকতে হবে পারিবারিক কাজে। দুপুরের পর থেকে দিন থাকবে সুখপ্রদ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯
ছোট ছোট কাজ উপেক্ষা করবেন না। আপনার কাজের পরিপ্রেক্ষিতে আপনাকে উন্নতির সুযোগ আসবে। পরিবারে বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রতিকূলতার সঙ্গে মানিয়ে চললে দিনের শেষ ভাগে সফলতা আসবে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২৩
কর্মক্ষেত্রে নিত্যনতুন সমস্যার দেখা দিলেও সমস্যায় পাশে পাবেন সহকর্মীদের। অশুভ প্রভাবগুলি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতে পারে। তবে পরিবারের সাহায্য পাবেন। সূর্যাস্তের পর অশুভ প্রভাব কমতে শুরু করবে। প্রেমযোগ শুভ।
 
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
আজকে দিনে কাজ শেষ করতে গিয়ে বারবার সমস্যা আসবে। বেলার দিকে নতুন কাজের সূচনা হতে পারে। আর্থিক যোগ অনুকূল থাকায় সঞ্চয় করতে পারবেন।

টোটকা: গবাদি পশুকে দানা শস্য দান করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
কর্মক্ষেত্রে সমন্বয়ের অভাববোধ করবেন। প্রেম নিয়ে সমস্যা দেখা দিলে হতাশ হবেন না। কর্মক্ষেত্রে দিনটি শুভ ও সফলভাবে কাটবে। ব্যয় বৃদ্ধির যোগ আছে।

টোটকা: বাড়িতে একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।