ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর অর্থযোগ, জেদের বশে সিদ্ধান্ত নয় কন্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ধনুর অর্থযোগ, জেদের বশে সিদ্ধান্ত নয় কন্যা

আজ কেমন যাবে
তারিখ- ২২/০২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
সম্পত্তি নিয়ে সংসারে মতবিরোধ দেখা দিতে পারে। দোকানে বা কারখানায় চুরিজনিত ক্ষতির আশঙ্কা।

স্বজন-বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের ক্ষেত্রটিও কিছুটা সমস্যা জনক।

টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আর্থিক সমস্যা থেকে মুক্তির দিশা পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণার বাধা কেটে যেতে পারে। অপ্রিয় সত্য কথায় শত্রু বাড়বে। প্রেমের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো শক্তি কাজ করতে পারে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পাওনা পাওয়ার ক্ষেত্রে বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। পরিবার নিয়ে জটিলতার সন্তোষজনক নিষ্পত্তি হতে পারে। অসময়ে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। তবে মাথা গরম করে ফেলার ফলে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
একাগ্রতার অভাবে কাজে বাধা আসবে। প্রেম-প্রণয়ের জটিলতায় মানসিক অস্থিরতা বাড়বে। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। আর্থিক যোগ গ্রহের অশুভ সন্নিবেশের ফলে বাধাযুক্ত।

টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)   শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
গ্রহের সমস্যায় ব্যবসায় অবনতির আশঙ্কা আছে। অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সফল হবেন। দুর্ঘটনায় চোট-আঘাত ও রক্তপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম নিয়ে সমস্যা বজায় থাকবে।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)   শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪
পরিবারে বিতর্ক-বিবাদ থেকে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। জেদের বশে নেওয়া সিদ্ধান্তের পরিণাম ভয়াবহ হতে পারে। বৈষয়িক শুভযোগ ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ , শুভ সংখ্যা : ৯
সহৃদয় ব্যবহারে অন্যদের খুশি করতে পারবেন। ব্যবসা বা পেশাদারি কাজে বাড়তি আয়ের সূচনা হবে। ছাত্রদের গবেষণার সুযোগ মিলতে পারে। প্রেমযোগ শুভ তবে সতর্ক থাকা দরকার।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কর্মস্থলে আর্থিক লাভ ও স্বীকৃতির সম্ভাবনা আছে। আর্থিক উপহার পাবেন। শারীরিক কারণে ভ্রমণ স্থগিত রাখতে হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেম নিয়ে আপনার সামনে সমস্যা হাজির হতে পারে।

টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
পরিবারের উপদেশ না শুনলে বিপত্তি ঘটতে পারে। দুঃসময়ে বন্ধুর সাহায্য পাওয়ার আশা আছে। দুর্ঘটনায় আঘাত ও রক্তপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি পাত্রে জলে যব ও চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আইনি জটিলতার  কারণে ন্যায্য প্রাপ্তিতে বিলম্ব দেখা দেবে। কল্যাণ কাজে শ্রম দান করে তৃপ্তি লাভ করবেন। পোশাক ব্যবসায় যুক্তদের পক্ষে শুভ দিন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ নয়।

টোটকা:  জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
সন্তানের উচ্চশিক্ষা নিয়ে সমস্যা মিটে যাবে। বিষয়-সম্পত্তি নিয়ে মামলার সন্তোষজনক নিষ্পত্তির ইঙ্গিত দেখা যেতে পারে। মহৎ হৃদয়বৃত্তি ও পরোপকারে আত্মিক প্রশান্তি লাভ করবেন। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
বৈদেশিক  যোগাযোগ ব্যবসায় নতুন সুযোগ আনতে পারে। তৃতীয় ব্যক্তির কারণে ব্যবসায়িক আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। শত্রু বিনাশে স্বস্তি মিলতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।