ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

উপার্জন বাড়বে মকরের, ভুলে আর্থিক ক্ষতি বৃষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
উপার্জন বাড়বে মকরের, ভুলে আর্থিক ক্ষতি বৃষের

আজ কেমন যাবে
তারিখ- ১০/০৩/২০১৫

মেষ: (২১ মার্চ– ২০ এপ্রিল) শুভ রং: সাদা শুভ সংখ্যা: ৩
দিনের কয়েকটি মুহূর্তের ঘটনা আপনার গোটা দিনকে প্রভাবিত করবে। বিচক্ষণ বন্ধুর সাহায্যে আপনার উন্নতি হবে।

নিজের দুর্বলতা প্রকাশ করলে সেটি আপনার বিপক্ষে যেতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা সম্মান বা উপহার লাভ করবেন।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল– ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
পিছুটানের ফলে সিদ্ধান্ত নিতে ইতঃস্তত করবেন। সামান্য ভুল আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সন্তানকে নিয়ে সমস্যার সমাধান হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা পারিবারিক অশান্তির মুখে পড়তে পারেন।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  পানিতে ফেলে দিন।

মিথুন: (২২মে– ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
ধৈর্যের অভাবে সাংসারিক জট খুলতে সমস্যা হবে। চোখ নিয়ে সমস্যা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেমের ক্ষেত্রটি নিয়ে ধোঁয়াশা বজায় থাকবে। জাতিকারা কোনোভাবে প্রতারিত হতে পারেন। আঘাতের যোগ আছে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কর্কট: (২২ জুন– ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
আপনার নিজের সমস্যার ত্রাতা হয়ে উঠতে পারেন আপনি নিজেই। কোনো আনন্দজনক যোগাযোগ বা সাফল্য আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সমাধান হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা অভীষ্ট লক্ষ্যে পৌঁচাতে পারবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
আপনার মনের কোণে জমা অভিমান বের করে দিয়ে উদ্যমী হতে হবে। আপনার উদ্যমের ঘাটতির ফলে পারিবারিক সমস্যার সৃষ্টি হবে। তবে দিনের শেষে সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের কর্ম সম্পাদনে কিছুটা বেগ পেতে হয়ে পারে। পরিবারের পক্ষে সমস্যা থাকবে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট– ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
মনের প্রসারণের ফলে সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আপনার সিদ্ধান্ত নিয়ে পরিবারে মতান্তর দেখা  দিতে পারে। ছাত্রদের জন্য শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে সন্তানের জন্য চিন্তা বজায় থাকবে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৮
তোষামোদ নয়, সাহস করে আপনার নিজের মনের কথা প্রকাশ করুন। নিজের ইচ্ছার কথা প্রকাশ করলে কর্মক্ষেত্রে সফল হবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ হতে পারে। জাতিকারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে পরিবারের সমস্যার সমাধান করতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর– ২২ নভেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫
গাঢ় অন্ধকারে আলোর মত নতুন সম্ভাবনার দেখা দিতে পারে। অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে। তবে তা সাময়িক। প্রেম নেই। জাতিকারা ভ্রমণের সুযোগ পাবেন। পারিবারিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।

টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল, ভিজিয়ে রান্না ঘরে রাখুন।


ধনু: (২৩ নভেম্বর– ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ১৯
আজকের দিনে কঠিন কাজ সামলাতে হতে পারে। পরীক্ষা করে তবেই বিশ্বাস করুন। প্রেমযোগ আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সততার জন্য প্রশংসিত হবেন। কোমর ও হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।


মকর: (২২ ডিসেম্বর– ২০ জানুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
আলো ভেবে আলেয়াকে বিশ্বাস করলে ঠকে যাবেন। প্রেম নিয়ে যথেষ্ট সর্তকতা প্রয়োজন। অপ্রত্যাশিত সুযোগের ফলে বাড়তে পারে উপার্জন। শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকারা পারিবারিক বিষয়ে অভিযোগের শিকার হতে পারেন। অন্যায়ের প্রতিবাদ করা বিয়ে অপরিচিতদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
 
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৯
রাশিচক্রে অর্থযোগ শুভ। কোনো অনুপ্রেরণা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে অর্থযোগ দুর্বল হলেও শুভ সংবাদ পাবেন। জাতিকাদের নৈরাশ্যের অবসান ঘটবে।

টোটকা: পানিতে তিনটি পান পাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি– ২০ মার্চ) শুভ রং: আকাশী,  শুভ সংখ্যা: ১১
কর্মে সংঘাতযোগ পরিলক্ষিত হচ্ছে। ‘কাল’ করব ভেবে ফেলে রাখা কোনো কাজ আপনাকে সমস্যার মুখে ফেলতে পারে। প্রেমযোগ আছে। তবে প্রেম নিয়ে সমস্যার যোগও দৃশ্যমান। জাতিকারা সমঝোতার মাধ্যমে এগিয়ে যাবেন। সাংসারিক সমস্যা সমাধান হবে। তবে প্রতিকূল আলোচনা থেকে দূরে থাকুন ।  

টোটকা: একটি পাত্রে  জব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছার তলায় সারা রাত রাখুন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।