ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বৃষের, গুরুত্ব বাড়বে মীনের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বৃষের, গুরুত্ব বাড়বে মীনের

আজ কেমন যাবে
তারিখ- ৩০/০৩/২০১৫

মেষ:(২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
ব্যবসার ক্ষেত্রে আপনার অতিরিক্ত অর্থের দরকার পড়বে । আটকে থাকা পাওনা ফিরত পেতে পারেন।

কিছুটা কমবে পারিবারিক সমস্যা। জাতিকাদের কোন ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন

বৃষ:(২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
অশুভ গ্রহের প্রভাবে ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা আছে। সম্পর্ক নিয়ে মন অস্থির থাকবে। হঠকারী সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির যোগ আছে। জাতিকারা ন্যায্য কথা বলতে পারার ফলে মানসিক কষ্ট লাঘব হবার যোগ দেখা যাচ্ছে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখীদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

মিথুন:(২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
জমি –বাড়ি সংক্রান্ত কথাবার্তা এগোতে পারে। পরিবারে অভিভাবকের সাহায্যে সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের কাছ থেকে দুঃখ পেতে পারেন। প্রেম যোগ শুভ।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

কর্কট:(২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
নিজের ভালো-মন্দ বিচার করে চলার চেষ্টা করুন। পারিবারিক বিশেষ ক্ষেত্রে আপনার পছন্দকে প্রাধান্য না দেওয়াও হতে পারে। জাতিকারা বন্ধু স্থানীয় কোন ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

সিংহ:(২৩ জুলাই  - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
আজকের দিনে বন্ধুর বুদ্ধির প্রয়োগে সমস্যা থেকে মুক্তি পাবার যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। নতুন দায়িত্ব পাবার যোগ আছে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন

কন্যা:(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
সন্দেহের ফলে পরিবারে মনমালিন্যের সম্ভাবনা দেখা দেবে। পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা হতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন । অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে। প্রেম যোগ মঙ্গলময়।

টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে তাতে কিছুটা কাঁচা হলুদ, দূর্বা ঘাস, এবং কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

তুলা:(২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ৭
প্রেম নিজে জটিলতার জেরে আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। কোন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের দিনটি শ্রেয়। তবে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা চিনি, একটি পান কিছুটা সরষে এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রেখে দিন।

বৃশ্চিক:(২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা :৬
আজকের দিনে কাঙ্ক্ষিত জিনিষ পাওয়ার যোগ আছে। পারিবারের সঙ্গে বিভিন্ন বিষয় মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের নিকট বন্ধুদের সঙ্গে কোন বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণের যোগ আছে। প্রেম যোগ নেই।
 
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

ধনু:(২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
পারিবারিক যোগাযোগকে কাজে লাগাতে পারলে ভালো ফল পাবেন। বিশিষ্ট ব্যক্তির দ্বারা সম্মানিত হবার যোগ আছে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো  একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোনে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

মকর:(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
আত্মীয়রা আপনার গুণগান করবে। নতুন যোগাযোগ হতেপারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোন ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে। প্রেম যোগ আছে।

টোটকা: একটি পাকা তেঁতুলে কাচা হলুদ,দই এবং সিঁদুরের টিপ দিয়ে বাড়ির পূর্বে মাতিতে পুঁতে দিন।

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
দিনের শেষ ভাগে অবাক করা কোন পাওয়ার যোগ আছে। ধৈর্য বজায় রাখুন। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজকে অভিনন্দিত হবে। বাঁধা থাকলেও কাজে সফলতা আসবে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি পাত্রে পানিয়ে জব, গম , চাল, কালো জিরা ভিজিয়ে বিছানার নীচে সারা রাত রাখুন।

মীন:(১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
নিজস্ব পরিমণ্ডলে আপনার গুরুত্ব বাড়বে। নিকট বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন। নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণের। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন। উদ্দেশ্যে সফল হবার যোগ দেখা যাচ্ছে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: এক টুকরো লোহা দুই টুকরো কয়লার সাথে বাড়ির উত্তর দিকে কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।