ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

স্নায়বিক সমস্যায় সাবধান কুম্ভ, জলপথ এড়িয়ে চলুন মেষ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
স্নায়বিক সমস্যায় সাবধান কুম্ভ, জলপথ এড়িয়ে চলুন মেষ

আজ কেমন যাবে
তারিখ: ১০/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে অগ্রগতি হবে, তবে বাধা সৃষ্টি করবে আপনার কোনো সহকর্মী। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য আর্থিক ক্ষতি।

জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। প্রেমযোগ শুভ।

টোটকা: কিছুটা দই, কিছুটা গম ও একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
অন্যের ভুলের দায় নিতে হতে পারে। শিক্ষায় ব্যুৎপত্তির বিশেষ স্বীকৃতির যোগ আছে। যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুর সঙ্গে বোঝাপড়া করতে হবে। প্রাপ্য অর্থ আদায় হওয়া নিয়ে সমস্যা হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
উত্তেজনার ফলে মানহানির আশঙ্কা। প্রেম-প্রণয়ে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধির যোগ। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি বিবাদে অশান্তি হতে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
ব্যবসায় ভাগ্যোদয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। কোনো অসাধু লোকের ফাঁদে পড়ে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। কোলেস্টেরল ও রক্তচাপ বৃদ্ধিতে নানান শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গলঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
সামাজিক ক্ষেত্রে বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজ-কর্মে ব্যাঘাত ঘটতে পারে। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ সময়। অকারণ ঝামেলায় জড়িয়ে বিপত্তির আশঙ্কা। কোনো দুরূহ কাজে সফল হতে পারেন। জ্ঞাতিশত্রুর উস্কানিতে সংসারে অশান্তি দেখা দিতে পারে।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯
বহু প্রতীক্ষিত অর্থপ্রাপ্তিতে উদ্বেগের অবসান হবে। অন্যের প্রতি আসক্তিতে দাম্পত্য সম্পর্কের অবনতি হতে পারে। জমি-জমা ক্রয়ের জন্য আজকের দিনটি শুভ। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে দুশ্চিন্তা কমবে। প্রেমযোগ নেই।

টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
প্রতিকূল পরিবেশে ফলে মানসিক স্থিতি ব্যাহত হতে পারে। আত্মীয়-স্বজনের বিরূপতায় ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উচ্চশিক্ষা বা গবেষণার বাধা কাটিয়ে উঠতে পারেন। প্রেমযোগ শুভ।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও  সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
কর্মকুশলতার জন্য কর্মক্ষেত্রে সবার প্রশংসা পেতে পারেন। দেরিতে হলেও শেষ পর্যন্ত ন্যায্য পাওনা আদায়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। বিজ্ঞান ও গণিতের অধ্যয়ন ও গবেষণায় বিশেষ সাফল্যের যোগ। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩
ধর্মচর্চায় আত্মিক উন্নতির যোগ। বিষয়-সম্পত্তি নিয়ে প্রিয়জনের সঙ্গে মতান্তর ও মনান্তরে মানসিক ক্লেশ হতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিশেষ সাফল্যের যোগ আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি জামপাতাসহ ডালকে কিছুটা সিঁদুর, কিছুটা চাল, সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
ব্যবসায় অর্থনৈতিক অবনতির জেরে পাওনাদারদের অর্থ মেটাতে দেরি হবে। হতাশা বাড়তে পারে। দিনের মধ্যে কোনো সময়ে কোনো কষ্টসাধ্য কাজে সফল হতে পারেন। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। প্রেমযোগ শুভ।

টোটকা: বয়রা ও হরিতকি ঠিক সন্ধ্যের সময় জলাশয়ে নিক্ষেপ করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
শত্রুদের ক্ষমতা হ্রাসের খবরে কিছুটা শান্তি পাবেন। স্নায়বিক সমস্যা থাকলে সাবধানে থাকতে হবে। বিনা প্রচেষ্টায় কর্ম সমস্যার মোকাবিলা করতে সফল হবেন। ভাগে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাধা আসবে। প্রেমযোগ শুভ।

টোটকা: বাড়ির পশ্চিম দিকে সূর্যমুখী গাছ লাগান।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
কাছের মানুষের শত্রুতায় জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। বাসস্থান পরিবর্তনের চিন্তা করতে হতে পারে। চিকিৎসা-বিভ্রাটে গুরুজনের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়বে। দাম্পত্য জীবনে সমস্যার ক্ষীণ দেখা যাচ্ছে।

টোটকা: একটি আয়নায় লাল সিঁদুর ও তেল দিয়ে একটি টিপ লাগিয়ে তাকে লাল শালু কাপড়ে মুড়ে শোবার ঘরে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।