ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আজ কেমন যাবে

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ- ২৩/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
শুভ গ্রহের প্রভাবে উন্নতির ওঠে বাঁধাগুলি ধীরেধীরে সরে যেতে পারে। সম্পত্তির কারনে  সম্পর্কের অবনতি হতে পারে।

শত্রুর হাত থেকে মুক্তির উপায় মিলতে পারে। প্রেম যোগ আছে।

টোটকা: গোসল করার পর কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে একবার আরতি করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে অস্থিরতা বেড়ে চলায় চিন্তা  বাড়বে। জ্ঞাতি শত্রুর চক্রান্তে পৈতৃক সম্পত্তি লাভে সংশয় দেখা দিতে পারে। কলাকুশলীদের শুভ দিন। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: পানিতে পাঁচটি পান পাতা রেখে বসার ঘরে উত্তর কোনে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
নতুন ব্যবসায় সাফল্যের ইঙ্গিত দেখা দেবে। শত্রুর সঙ্গে আপাতত রফার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সাবধানতা রক্ষা করা দরকার। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়বে। দাম্পত্য যোগে বাঁধা দেখা যাচ্ছে।

টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
বিষয়সম্পত্তি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। বহুজন সমাগমে হৃদয়গ্রাহী বক্তৃতায় প্রশংসা লাভ করতে পারেন। উত্তাপ বাড়ার ফলে গরম জনিত শারীরিক সমস্যা দেখা দেবে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
কৌশলে শত্রু দমন করে অগ্রগতির সুযোগ পাবেন। কোন আত্মীয়ের কলকাঠিতে ব্যবসায় লোকসান হতে পারে। পারিবারিক সমস্যায় ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। প্রেম যোগ নেই।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
আত্মশক্তির সাহায্যে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুর ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে। শ্বাসকষ্টে কাজকর্মে বাধা আসবে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ২১
কর্মস্থলে জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম-প্রণয়ে নতুন জটিলতা চিন্তা বাড়াতে পারে। আলাপ-আলোচনায় শত্রুর সঙ্গে সম্মানজনক সমঝোতা হতে পারে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: হরিতকী এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
সংযমের অভাবে উত্তেজনা এবং এর ফলে অর্থনাশের আশঙ্কা আছে। ন্যায্য পাওনা পেতে বিলম্ব হতে পারে। প্রেম যোগ ক্ষীণ। ব্যবসায়ে গোলমালের যোগ আছে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: অষ্ট ধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৩
নিজস্ব পদ্ধতিতে কর্মক্ষেত্রে জটিলতার মোকাবিলা করতে পারবেন। অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। দংশক প্রাণী থেকে দূরত্ব বজায় রাখা দরকার। প্রেম যোগ শুভ।

টোটকা: আজকের দিনে শুধু মাত্র নিরামিষ খাবার  খান।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
কর্মে আশাতীত উন্নতির যোগ দেখা যাচ্ছে। কোনও গুরুজনের অনৈতিক কাজকর্মে অসন্তোষ প্রকাশ পেতে পারে। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে। প্রেম যোগ সফল হবার ক্ষেত্রে বাঁধা আছে।

টোটকা: কলা পাতায় কিছুটা ভেজান চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি গুড়ের টুকরো সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বন্ধুর সহায়তায় কর্মে বা ব্যবসায়ে উন্নতি হতে পারে। উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। ধৈর্য ও মনোবলের দ্বারা সাংসারিক সমস্যার সমাধান হবে। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: আজকের দিনে সারাক্ষণ বেগুনি কোন কাপড়ের টুকরো সঙ্গে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
সঠিক যোগাযোগের অভাবে সুযোগ কাজে লাগাতে পারবেন না। গোপন শত্রুতায় কর্মস্থলে অশান্তি বৃদ্ধি পাবে। কোনও আত্মীয়কে ঘিরে পরিবারে অবাঞ্ছিত জটিলতা দেখা দিতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: নীম গাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।