ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের প্রেমে বাধা, ভ্রমণযোগ বৃশ্চিকের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
কুম্ভের প্রেমে বাধা, ভ্রমণযোগ বৃশ্চিকের

আজ কেমন যাবে
তারিখ- ০৫/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজ অনেক দিনের চেনা ও বিশ্বাসভাজন মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে একটু সতর্ক থাকুন।

জাতিকাদের গৃহ পরিবর্তন সমস্যার জন্য নিজেদের তৈরি থাকতে হবে। জাতিকাদের কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তর্ক-বিতর্কের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: সূর্যের দিকে মুখ করে হাতে তালুতে জল, তিল, সরষে ও সামান্য চাল জলাশয়ের পানিতে তিনবার পরপর উৎসর্গ করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
রাশিচক্রে শুভ গ্রহের অবস্থানজনিত সুফল পাবেন। তবে কর্মক্ষেত্রে আলোচনার সময় যথেষ্ট সতর্ক থাকুন। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তির বিষয় নিয়ে বিশেষ আলোচনায় যোগ দিতে হতে পারে।

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :৮
কাজে সাময়িক কোনো সমস্যা আসতে পারে। আজকের দিনে সমস্যা মানিয়ে চলতে হবে। জাতিকারা সুযোগ বুঝে অধিকার আদায়ের চেষ্টা করতে পারেন। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: পানিতে তিনটি পান পাতা রেখে রান্নাঘরে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১৭
রাশিচক্রে যশ লাভে সমস্যা দেখা যাচ্ছে। তবে গুণীজনদের মধ্যে জায়গা করে নিতে পারবেন। প্রেমযোগ বাধাযুক্ত। জাতিকারা বিশেষ একজন কোনো মানুষকে অতিরিক্ত প্রাধান্য দেবেন না। অর্থনৈতিক সঞ্চয় হতে পারে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
কোনো মানুষের বাধা দান সম্পত্তি লাভের প্রক্রিয়া বিলম্বিত করতে পারে। পরিবারের বয়স্ক মানুষদের সহায়তায় জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। জাতিকারা যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে ব্যক্তিগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। পরিবারের বয়স্ক মানুষদের আপনার উপর বিশ্বাস ও আস্থা বাড়বে। জাতিকারা বিচার-বিবেচনা করে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। বুদ্ধিভ্রমে আর্থিক ক্ষতি হতে পারে।

টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল, ভিজিয়ে রান্না ঘরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
দাম্পত্য জীবনে গোপনীয়তা সমস্যা ডেকে আনতে পারে। প্রেমের ক্ষেত্রেও কিছু গোপন করবেন না। দুপুরের দিকে নতুন যোগাযোগ আসতে পারে।   জাতিকারা কনিষ্ঠদের কথা শুনে সুফল লাভ করতে পারেন। সুনাম লাভের যোগ আছে।

টোটকা: পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
গুপ্ত শত্রুতার কারণে মানসিক আঘাত আসতে পারে। দুপুরের দিকে জটিলতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির অবসান হবে। জাতিকারা অপ্রত্যাশিত সম্মান পাবেন। ভ্রমণের যোগ আছে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
পরিবারে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রেও একই সম্ভাবনা আছে। পরিবারের অভিভাবকদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। জাতিকাদের আত্মবিশ্বাসের দ্বারা জটিল কাজ সমাধান করে সুনাম পাবেন। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৫
আজকের দিনে সতর্ক হয়ে চলাফেরা করা দরকার। আঘাতের যোগ আছে। জাতিকারা আত্মীয়দের থেকে কোনো প্রয়োজনীয় গোপন খবর পেতে পারেন। অযথা ব্যয়ের যোগ আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
লগ্নপতি গ্রহের অবস্থানগত সমস্যার ফলে প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে। দুপুরের পর থেকে দিনটি শুভ। জাতিকাদের কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবারের সঙ্গে সমঝোতা করে চলতে হবে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
প্রেমের বিষয় নিয়ে পরিবারে বিবাদের উৎপত্তি হতে পারে। বিশ্বস্ত ব্যক্তির দিক থেকে আশাভঙ্গের কারণ দেখা দিতে পারে। জাতিকারা অর্থ সমস্যায় পড়লেও কাটিয়ে উঠবেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল ও কয়েকটি দুর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।