ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আকাশি রং শুভ মীনের, মিথুনের নীল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আকাশি রং শুভ মীনের, মিথুনের নীল

আজ কেমন যাবে
তারিখ: ১৯/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
শত্রুপক্ষ কাজের ক্ষতির চেষ্টা করতে পারে। তবে সকালের দিকে আপনার ভাগ্যবলে কাজ সফল হবে।

তবে সন্ধ্যের পর সহজে কাজ সমাধান হবে বলে মনে হচ্ছে না। প্রেমযোগ শুভ।

টোটকা: তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাস‍ান।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
পৈতৃক ব্যবসা বা পৈতৃক সম্পত্তি আইনের সাহায্য নিতে হতে পারে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্তের ঘটনা প্রকাশ্যে এসে পড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: আমপাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
সাংসারিক অশান্তি সন্তানের লেখাপড়ায় ছাপ ফেলতে পারে। ব্যবসার ক্ষেত্রে আইনি সমস্যার ফলে দেরি হতে পারে। সন্ধ্যের পর ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভালো খবর আসতে পারে।

টোটকা: শোবার ঘরে রাতে একটি পাত্রে জল দিয়ে ফুল রাখলে উপকার পাবেন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
ব্যবসার ক্ষেত্রে আবেগতাড়িত হলে ব্যবসার ক্ষতি হবে। সুন্দর ব্যবহারের জন্য সুনাম অর্জন করবেন। আপনার সমর্থনে পরিবারের লোকজনেরা এগিয়ে আসবে। প্রেমযোগ আছে।

টোটকা: পাত্রে ভেজানো চাল রেখে সেটিকে পরের দিন জলে ভাসিয়ে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা :  ৬
বন্ধুর কিছু সাহায্যে ব্যবসা সংক্রান্ত কাজ সহজে হয়ে যাবে। অর্থকরী বাধা না থাকলেও পুরনো মামলা নিয়ে কিছু অর্থ খরচ হতে পারে। প্রেমের যোগ আছে।

টোটকা: লবঙ্গ ও মধু একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
মামালা-মোকদ্দমায় জয় হবে। পারিবারিক কিছু মতবিরোধ হলেও তাতে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। প্রেমযোগ শুভ। তবে বাড়তি খরচের সম্ভাবনা আছে।

টোটকা: পাতিলেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৮
রাশিচক্রে অর্থযোগ কিছুটা দুর্বল থাকায় কাজগুলি পুরোপুরি সঠিকভাবে হবে না। কর্মক্ষেত্রের সাময়িক ব্যর্থতা আসতে পারে। দিনের শেষের দিকে ধীরে ধীরে শুভ পরিবর্তন হবে। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫
সন্তানের বদলে যাওয়া ব্যবহারে আপনি অবাক হতে পারেন। যথাযথ প্রচেষ্টায় কাজ উদ্ধারের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। অর্থযোগ শুভ হলেও প্রেমযোগ নেই।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
আত্মবিশ্বাস না থাকলে শুভ ফলের ক্ষেত্রে বাধা দেখা দেবে। সহকর্মীরা আপনার সুখ বৃদ্ধির কারণ হবে। আত্মীয়দের তরফে গুপ্ত শত্রুতা বজায় থাকবে। গুরুজনদের সহযোগিতা লাভ করবেন।

টোটকা: দুটি কড়ি কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
সঞ্চয়ের ক্ষেত্রে অশুভ যোগ আছে। এর ফলে সঞ্চয় ভেঙে খরচা করতে হতে পারে। কথা-বার্তায় সংযত ও প্রতিশ্রুতি দেওয়ায় সতর্ক থাকা দরকার। কর্মযোগ ও পরিবারযোগ শুভ। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
অসতর্কভাবে থাকলে চুরি-ছিনতাইয়ে ক্ষতি হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। আর্থিক পরিস্থিতির কিছুটা জটিলতা কমলেও তেমন উন্নতি হবে না। প্রেমযোগ শুভ।
 
টোটকা: ঘরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
দিনের মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে বারবারে বাধা আসবে। মনে অশান্তি ও বিরক্তি থাকবে। প্রেমযোগ আছে।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।