ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর সন্তানে সুখ, দাম্পত্য সুখের বৃষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ধনুর সন্তানে সুখ, দাম্পত্য সুখের বৃষের

আজ কেমন যাবে
তারিখ ২২/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
সমস্যা কাটিয়ে সহজেই এগিয়ে যেতে পারেন। ভরসা করতে পারেন আপনার কর্মচারীদের।

আপনার প্রশংসা করবে আপনার অগ্রজরা। প্রেমযোগ থাকলেও সেটি বাধাযুক্ত।

টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
বিভিন্ন পদক্ষেপ নিয়ে সংসারে মতপার্থক্য বজায় থাকবে। কোনো অবাঞ্ছিত  ঘটনা প্রকাশ্যে এসে পড়তে পারে। কড়া মনোভাব দেখানোর ফলে সম্পর্ক তিক্ত হতে পারে। দাম্পত্য জীবন সুখের।

টোটকা: আমপাতায় কাজলের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
মূলধনের অভাবে ফলে নতুন পরিকল্পনা সফল করতে বাধা আসবে। তবে সন্ধ্যের পর ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভালো খবর আসতে পারে। কোনো বিশেষ অবস্থার বন্ধুদের সাহায্য হতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে পানি রেখে তার মধ্যে ফুল রাখলে উপকার পাবেন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
সঠিক যোগাযোগের মাধ্যমে সাফল্যের দরজা খুলে যাবে। আপনার কাজে পরিবারের মানুষরা এগিয়ে আসবে। তবে বন্ধুদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: রাতে একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা রেখে সেটিকে পরের দিন সকালে পানিতে ভাসিয়ে দিন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা :  ৬
বন্ধুর সাহায্যে প্রেমের সঙ্গে যুক্ত পদক্ষেপগুলি সহজে হয়ে যাবে। অর্থকরী বাধা না থাকলেও প্রাপ্তিতে বাধা হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে।

টোটকা: লবঙ্গ, মধু একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
কর্মক্ষেত্রে ছোট কিছু মতবিরোধ হলেও তার ফলে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। যারা ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন আজকের দিনটি তাদের জন্য শুভ। ভ্রমণের যোগ আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: শুকনো লঙ্কা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৮
আজকের দিনে ছোট ছোট সমস্যা বাড়বে। তবে দিনের শেষে সমস্যার সমাধান হয়ে যাবে। দিনের শেষের দিকে ধীরে ধীরে শুভ পরিবর্তন হবে। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: শোবার ঘরে হলুদ ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫
দিনের মধ্যভাগে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবন সুখকর থাকবে। তবে আজকের দিনে নতুন কোনো কাজ শুরু যাওয়াই ভালো। ব্যবসা শুভ। প্রেমযোগ আছে।

টোটকা: কাজের টেবিলে তিনটি কড়ি রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
কর্মক্ষেত্রে সম্মান লাভ করতে পারেন। সন্তানরা আপনার সুখ বৃদ্ধির কারণ হবে। গুরুজনদের সহযোগিতা লাভ করবেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ নেই।

টোটকা: একটি লোহার টুকরা লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
ব্যবসায় কোনো শুভ খবর আসতে পারে। সঞ্চয়ের যোগ আছে। ঋণ দেওয়ায় সতর্ক থাকা দরকার। অমনোযোগিতা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কর্মযোগ ও পরিবারযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
অতিরিক্ত ঝুঁকি নেওয়া সমস্যার কারণ হতে পারে। পারিবারিক পরিস্থিতিতে কিছুটা জটিলতা সাময়িকভাবে কমবে। বিকেলের পর থেকে পরিবেশ কিছুটা ভালো হতে থাকবে। প্রেমযোগ আছে।
 
টোটকা: ঘর ও কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
রাশিচক্রে গ্রহের অবস্থান আপনাকে কিছু সমস্যায় ফেলবে। কাজ সম্পূর্ণ হবে, কিন্তু সময় লাগবে অনেক বেশি। প্রেমযোগ সমস্যাযুক্ত।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।