ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

রাশিফল

ধনুর অর্থযোগ, বৃষের ধৈর্যে সফলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
ধনুর অর্থযোগ, বৃষের ধৈর্যে সফলতা

আজ কেমন যাবে
তারিখ: ১৭/০৭/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
প্রেম সংক্রান্ত নতুন চেষ্টায় বা আবেদনে সাড়া মিলবে না। দাম্পত্য জীবন সুখের।

পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে। জাতিকাদের দিনের মধ্যভাগের মধ্যে জরুরি কাজগুলি করে ফেলা উচিত।

টোটকা: পকেটে একটি সবুজ রুমাল বা সবুজ কাপড় রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
সফল হতে হতে প্রেমের ক্ষেত্রে আটকে যেতে পারেন। ধৈর্য ধরলে আপনার চেষ্টা আপনাকে সফলতা এনে দেবে। জাতিকাদের অযথা কোনো কাজ করতে হতে পারে। পরিবার ও সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে হবে।
 
টোটকা: সাদা ফুল ঘরে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
অপেক্ষা করে সিদ্ধান্ত নিলে প্রেমের ক্ষেত্রে আপনি সফল হবেন। পরিবারের মধ্যে আপনার কাজের পদ্ধতি নিয়ে সমালোচনা হতে পারে। কর্মক্ষেত্রেও পরিবেশ মন মতো থাকবে না। উৎসাহ বজায় রাখতে পারলে জাতিকাদের কাছে উন্নতির সুযোগ আসবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: পাঁচটি কড়ি বাড়ির উত্তর দিকে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
ব্যবসার পাওনা আদায় নিয়ে সমস্যা বাড়তে পারে। আত্মীয়ের সাহায্যে কর্মক্ষেত্রে সমস্যা কমতে পারে। জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত শুভ ঘটনা ঘটতে পারে। জাতিকাদের আর্থিক বাধার যোগ আছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
প্রেম নিয়ে আপনার মনের ভাব সবার সামনে প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে আপনার সাফল্যের ফলে গুপ্ত শত্রুর সংখ্যা বাড়তে পারে। জাতিকাদের সন্তান নিয়ে চিন্তা মুক্তি ঘটবে। জাতিকারা নিজে না পারলেও সহকর্মীর দ্বারা কাজে সফল হবেন।

টোটকা: তিনটি কয়েন সবুজ কাপড়ে বেঁধে কাজের টেবিলে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবেন। অগ্রজ কোনো মানুষের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি শুভ। ঘরে বাইরে স্বাচ্ছন্দ্য থাকবে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারের ফলে জাতিকারা আর্থিক লাভবান হবেন।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তিনটি কড়ি রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৭
সাময়িক বাধা এলেও প্রেমের ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। তবে কোনো অকর্মণ্য ব্যক্তির কথায় প্রভাবিত হলে সুযোগ হারাতে পারেন। জাতিকারা নিজের উদ্যমেই ঘরে-বাইরে সামঞ্জস্য রক্ষা করবেন।

টোটকা: একটি লাল সুতির কাপড়ে একটি কয়েন রেখে নিজের পকেটে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
প্রেমিক-প্রেমিকার সঙ্গে মতের অমিল হলেও মানিয়ে চলতে হবে। এলোমেলো ভাবে কাজ করা আপনার অপছন্দ হলেও মেনে নিতে হবে। জাতিকাদের ক্ষেত্রে মনে কোনো বিষয় নিয়ে দোটানা ভাব থাকবে। অর্থযোগ শুভ।

টোটকা: একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
পরিবেশ অনুকূল থাকায় প্রেম ও দাম্পত্যে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আর্থিকযোগ শুভ। জাতিকাদের খুঁতখুঁতে মনোভাব থাকায় মন কিছুটা অশান্ত থাকতে পারে।

টোটকা: সদর দরজার বিপরীতে ঘরের ভিতর একটি পাত্রে পানি রেখে কিছুটা ফুল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
বন্ধুদের সাহায্যে প্রেমে সাফল্য আসবে। ব্যবসায় পাওনা আদায় হতে পারে। জাতিকারা প্রতিপক্ষের অযাচিত ভালোবাসা থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে।

টোটকা: একটি কাচা কলা ও কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
সকালের পর শুভ খবর আসতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা পরিবারে আনন্দময় পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা নেবেন। পরিবারের স্বার্থে বিশেষ গোপনীয়তা অবলম্বন করতে হতে পারে।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। সন্ধ্যার পর কিছু অশুভ পরিবর্তন হতে পারে। তাই কোনো ধরনের বিতর্ক সযত্নে এড়িয়ে চলুন। জাতিকারা সৃষ্টিশীল কাজে সফলতা পাবেন।
 
টোটকা: কিছুটা কালো জিরা ও একটি লাল কাঁচা মরিচ মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।