ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

দাম্পত্য জীবনে মতান্তর বৃষের, পারিবারিক জীবনে শুভ ইঙ্গিত ধনুর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
দাম্পত্য জীবনে মতান্তর বৃষের, পারিবারিক জীবনে শুভ ইঙ্গিত ধনুর

আজ কেমন যাবে
তারিখ- ০২/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
জ্ঞাতিদের উস্কানিতে পারিবারিক গোলযোগ বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। গৃহ পরিবেশে কলহবিবাদ দেখা দেবে।

কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অপব্যয় ও অপচয় কমিয়ে ঋণশোধের চেষ্টা সফল হতে পারে। প্রেম যোগ আছে।
 
টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোর’, দুটি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
পরিবারের বাইরের কোনো ব্যক্তির ষড়যন্ত্রে দাম্পত্য জীবনে মতান্তর বাড়বে, উচ্চতর শিক্ষা ও গবেষণার বাধা কেটে যাওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। মধ্যভাগে ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রেম যোগ আছে।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি এবং কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে স্থাপন করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
আজকের দিনে শত্রুর গতিবিধির উপরে নজরদারি বাড়ানো দরকার। ব্যবসায়ে চোখ কান খোলা রাখুন। মাত্রাছাড়া ক্রোধ মানহানির কারণ হতে পারে। প্রেম যোগ নেই।

টোটকা: একটি কাঁচা কলাকে তেল এবং সিঁদুর মাখিয়ে সমান ভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আপনার একগুঁয়ে  মনোভাবের জন্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে। গৃহে নতুন অতিথি আগমনের সংবাদ মিলতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বজায় থাকবে। প্রেম যোগ নেই।

টোটকা: লোহা, দস্তা এবং তামা তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
বিশ্বাসভঙ্গের অভিযোগে আপনাকে অভিযুক্ত করতে পারে কোনো পরিচিত। সন্তানের উচ্ছৃঙ্খল আচরণে সংসারে অশান্তি দেখা দেবে। গুরুজনের পরামর্শে শুভ লাভ ত্বরান্বিত হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার আগমনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪
কারো অনুকূলে বিশেষ কিছু সুবিধা পেতে পারেন। দিনের মধ্যভাগে তৃতীয় কাউকে ঘিরে ব্যবসার অংশীদারদের ঘিরে মতের অমিল দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নতুন কাজের দিশা দেখা যেতে পারে।

টোটকা: বসার ঘরের দক্ষিণে একটি কাঠের টেবিলে বা কাঠের পাটাতনে একটি শঙ্খ রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ ,  শুভ সংখ্যা : ৯
গুণী ও সজ্জন ব্যক্তির প্রেরণায় সামাজিক এবং ধার্মিক কাজে মন বসতে পারে। পরিবারের মন জয় করতে পারেন। দাম্পত্য সুখ ফিরে পাবেন। সন্তানকে নিয়ে চিন্তা কমবে। প্রেম যোগ আছে।

টোটকা: সম্ভব হলে একটি লাল সুতো তিন প্যাঁচ দিয়ে হাতে পড়ুন ।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬
রাশিচক্রে গ্রহের সমস্যার ফলে সাফল্য আসতে দেরি হতে পারে। অতিরিক্ত সরল ভাবে সকলকে বিশ্বাস করা থেকে বিপত্তির আশঙ্কা আছে। আগুন ও রাসায়নিক তরলের ব্যাপারে বাড়তি সতর্কতা দরকার। প্রেম যোগ নেই।

টোটকা: গোসল করার পর একটি নারকোল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
দীর্ঘদিনের জটিলতার পারিবারিক জীবনে শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। কোনও হঠকারী সিদ্ধান্তের জন্য খেসারত দিতে হতে পারে। পথ-দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত লাগার আশঙ্কা না থাকলেও ছোট খাট আগাত লাগতে পারে।

টোটকা: একটি নাভি শঙ্খ নিজের কাছে রাখুন

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
কোনো শত্রুর প্ররোচনায় পিতামাতার সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। জীবাণু সংক্রমণে ভোগান্তির সম্ভাবনা আছে। মধ্যভাগে বুদ্ধি বিভ্রমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। অন্তভাগে দুঃস্থকে সাহায্য করতে গিয়ে বিপত্তির আশঙ্কা আছে।

টোটকা:  একটি  কয়েন লালা কাপড়ে মুড়ে নিজের সঙ্গে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
অভিমান একাকীত্ব বাড়িয়ে দিতে পারে। গৃহনির্মাণে বাধায় অহেতুক ব্যয় ও বিলম্ব দেখা দেবে। রক্ত ঘটিত রোগে দুর্ভোগ বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। প্রেম যোগ আছে।

টোটকা: কোন জলাশয়ের পাড়ে কিছুটা চাল এবং একটি কলা পাঁচ ভাগে ভাগ করে মাটির পাত্রে রেখে আসুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
নতুন কাজ শুরুর আগে কি ভাবে সফলটা আসবে সেটা ভাবার সঙ্গে সঙ্গে কি ভাবে আপনার সমস্যা আসতে পারে সেদিকেও নজর দিন । সেবামূলক প্রতিষ্ঠানে শ্রমদান ও উন্নতির জন্য আত্মনিয়োগ করতে পারবেন। দাম্পত্য জীবনের সমস্যা নিতে সতর্ক থাকুন।

টোটকা: শয়ন কক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।