ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের সামাজিক কাজে সুনাম, মেষের নিজের প্রকল্পে সাফল্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
মকরের সামাজিক কাজে সুনাম, মেষের নিজের প্রকল্পে সাফল্য

আজ কেমন যাবে
তারিখ: ০৬/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
নিজস্ব প্রকল্পে সাফল্যের সূচনা। চল্লিশ বছর ও তার বেশি বয়সীদের হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা দেখা দিতে পারে।

প্রেমের ক্ষেত্র স্বাভাবিক রাখার জন্য সর্তক হওয়া দরকার।

টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
বাধা ও বিপর্যয়ের মধ্যদিয়ে ব্যবসায় অগ্রগতি আসতে থাকবে। চারুকলার চর্চায় কৃতিত্বের স্বীকৃতির যোগ আছে। বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: নিজের পকেটে তিনটি কড়ি সবুজ কাপড়ে জড়িয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
স্থিরবুদ্ধিতে প্রতিকূলতা মোকাবিলা করে কাজ-কর্মে অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। মকদ্দমায় জয়লাভ হতে পারে। অনিদ্রাজনিত রোগে ভোগান্তির সম্ভাবনা। প্রেমযোগ আছে, তবে তা গতিশীল নয়।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলার সঙ্গে কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অপ্রিয় সত্যকে এড়িয়ে কৌশলে শত্রুদমন করতে সফল হবেন। কোনো কর্মীর কলকাঠিতে ব্যবসায় লোকসান হতে পারে। প্রিয়জনের অনৈতিক কাজকর্ম নিয়ে ভুল বোঝাবুঝি হলে নিজেকে সংযত রাখুন। প্রেম নিয়েও সর্তক থাকুন।

টোটকা: গাড়ি চালকেরা গাড়ির সামনের দিকে তিনটি পাতিলেবু, তিনটি লঙ্কা একটি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
বাসা পরিবর্তনের পরিকল্পনায় আশার আলো দেখা দেবে। কথা বলার ক্ষেত্রে সংযমের অভাবে ভাবমূর্তির ক্ষতি হতে পারে। ঘাড় ও পিঠের ব্যথা ভোগাবে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে নৈরাশ্যের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৩
দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে পদোন্নতির শুভ যোগ দেখা যাচ্ছে। উপস্থিতবুদ্ধি ও সময়োচিত সাহসের জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রিয়জনের সুচিকিৎসায় স্বাস্থ্যোন্নতিতে দুশ্চিন্তার অবসান হবে। প্রেম নিয়ে ছোটখাটো সমস্যা আসতে পারে।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
কর্তাব্যক্তির আনুকূল্যে কর্ম সমস্যার সমাধান হতে পারে। পৈতৃক সম্পত্তি দখল নিয়ে অশান্তির সম্ভাবনা আছে। প্রেমে কোনো ধরনের সমস্যা হলে দুজনে পরিষ্কার করে আলোচনা করুন।

টোটকা: সুগন্ধিমিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮
সৎসাহসে ভর করে শত্রু হটিয়ে কার্যোদ্ধার করতে সফল হবেন। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। নতুন প্রেমের যোগ আছে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
প্রতিবাদী মনোভাবের জন্য কিছু কিছু জায়গায় সমস্যায় পড়তে পারেন। হাতছাড়া জিনিস পুনরুদ্ধারের সম্ভাবনা কম। প্রেম–দাম্পত্যযোগ শুভ।

টোটকা: তিনটি কয়েন একটি লাল কাপড়ে জড়িয়ে কাজের টেবিলে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৬
ব্যবসায় বাড়তি বিনিয়োগ এই মুহূর্তে স্থগিত রাখাই ভালো। সামাজিক কাজে সুনাম বৃদ্ধির যোগ আছে। চারুকলা চর্চায় কৃতিত্বের স্বীকৃতি পেতে পারেন। প্রেম নিয়ে বন্ধু বা বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে।

টোটকা: তিনটি কাঁচামরিচ ও দুটি পাতি বাড়ির দক্ষিণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
উদ্যমের অভাবে শুভযোগ হাতছাড়া হতে পারে। লক্ষ্য স্থির রেখে কাজ করা দরকার। অস্থিরতা দমনে সজ্জন-সান্নিধ্য কার্যকর হতে পারে। প্রেমের ক্ষেত্রেও সতর্ক হোন।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
কর্মসূত্রে নানা স্থানে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। শত্রুর মোকাবিলায় আইনি প্রস্তুতি দরকার বলেই মনে হচ্ছে। তৃতীয় কাউকে ঘিরে প্রেম-প্রণয়ে জটিলতা বাড়তে পারে। দাম্পত্য জীবনে মান-অভিমানকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন।

টোটকা: একটি পাত্রে তিনটি কড়ি রেখে রান্নাঘরে রাখুন।


বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।