ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

খামার বাড়ির বাস্তু শাস্ত্র

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
খামার বাড়ির বাস্তু শাস্ত্র

ঢাকা: বেশির ভাগ মানুষকে পেশাগত কারণে কংক্রিটের জঙ্গলেই দিন কাটাতে হয়। গাড়ির ধোঁয়া আর দীর্ঘ যানজটে মন চায় দূরে একটু শান্তির নীড় গড়তে।



অনেকেই গ্রামে ফার্ম হাউজ বা খামার বাড়ি বানিয়ে মাঝে মাঝে কাটিয়ে নিতে চান কিছু শান্তির সময়। কিন্তু ফার্ম হাউজ সত্যিই শান্তির হবে যদি তা বানানো হয় বাস্তু মতে। তাই ফার্ম হাউজ বা খামার বাড়ি নির্মাণে বাস্তু শাস্ত্রের নিয়ম মানাই বুদ্ধিমানের কাজ।

শহরের মানুষদের চাহিদার কথা মাথায় রেখেই শহর থেকে একটু দূরে শহরতলি বা প্রত্যন্ত জায়গায় গড়ে উঠছে একের পর এক ফার্ম হাউজ বা খামার বাড়ি। বাস্তু শাস্ত্রে এই ফার্ম হাউজ সফলভাবে নির্মাণের গাইডলাইন পাওয়া যায়।

আসুন, দেখি বাস্তু শাস্ত্র অনুযায়ী ফার্ম হাউজ নির্মাণের কী টিপস রয়েছে-

● শহর থেকে একটু দূরে নিরিবিলি গ্রাম্য পরিবেশে ফার্ম হাউজের জমি নির্বাচন করা উচিত।

● ওই পরিবেশের মধ্যে যদি পুকুর বা ছোট হ্রদ থাকে তবে তা অত্যন্ত মনোরম পরিবেশের সৃষ্টি করবে। এতে গোটা পরিবেশ থাকবে শীতল।

● বাস্তু মতে বাড়ির উত্তর-পূর্ব দিকটি খুব শুভ। তাই ফার্ম-হাউজের এই দিকটি যতটা সম্ভব ফাঁকা রাখা কল্যাণকর। থাকতে পারে এক টুকরো ঘাস জমিও।

● ফার্ম-হাউজের দরজা থাকুক পূর্ব বা উত্তর দিকে।

● পুকুর করতে হলে তা নির্মাণ করুন উত্তর-পূর্ব দিকে।

● জমির মাঝখানে পুকুর খনন করা কখনই উচিত নয়।

● ফার্ম-হাউজের রান্নাঘর নির্মাণ করবেন অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে।

● রান্নাঘরের পশ্চিম দিকে রাখতে হবে ডাইনিং রুম বা খাবার জায়গা।

● শৌচাগারটি উত্তর-পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে হওয়াই ভালো।

● শৌচাগারটা কোনোভাবেই যাতে উত্তর-পূর্ব, পূর্ব বা উত্তর দিকে না হয় তা সুনিশ্চিতভাবে মাথায় রাখা দরকার।

● অনেকেই পাহাড়ের কোলে ফার্ম হাউজ বানাতে চান। পাহাড় অঞ্চলে ফার্ম হাউজ হলে সেটি এমন স্থানে করতে হবে যাতে পাহাড় বা টিলা বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে থাকে। বাস্তু মতে এরূপ অবস্থান অত্যন্ত শুভ।

● অনেকেই নদীর তীরে ফার্ম হাউজ বানাতে পছন্দ করেন। খামার বাড়ি বা ফার্ম-হাউজটি অবস্থান যদি খাল বা নদীর তীরবর্তী হয় তবে তা অত্যন্ত শুভ।

● ফ‍ার্ম হাউজের জানালাগুলি এমনভাবে স্থাপন করা প্রয়োজন যাতে উত্তর ও পূর্বদিকে আলো-বাতাস বেশি চলাচল করতে পারে।

● দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ অথবা পশ্চিম দিকে বেডরুম করা প্রয়োজন।

তাই দৈনন্দিন একঘেঁয়েমি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আজই ছুটি নিয়ে ঘুরে আসুন মনোরম পরিবেশের ফার্ম হাউজের সবুজ সতেজ ঠিকানায়। আর যদি পরিকল্পনা থাকে আপনি সেই ফার্ম হাউজ বা খামার বাড়ি তৈরি করে শান্তির দিন যাপন করবেন। তবে উল্লিখিত টিপস মাথায় অত্যন্ত জরুরি।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।