ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

জন্মসূত্রে অর্থপ্রাপ্তি মীনের, মেষের দিনের শুরুতে যাত্রা শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
জন্মসূত্রে অর্থপ্রাপ্তি মীনের, মেষের দিনের শুরুতে যাত্রা শুভ

আজ কেমন যাবে
তারিখ: ২৮/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
শুভযোগের সুফল পেতে দেরি হতে পারে। তবে হাল না ছাড়লে সফলতা আসবেই।

কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের ফল মিলতে পারে। জ্ঞাতি-শত্রুদের চক্রান্তে ক্ষতির আশঙ্কা। দিনের শুরুতে যাত্রা শুভ। প্রেম নিয়ে বেশি চিন্তার দরকার নেই। সময় হলে নিজে থেকেই প্রেম আসবে আপনার জীবনে।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অতিরিক্ত ভাবাবেগ বা হঠকারিতার ফলে বিপত্তির আশঙ্কা রয়েছে। শরীর খারাপ হয়ে কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। আংশিক ঋণশোধে স্বস্তি পেতে পারেন। দাম্পত্য সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে অযথা তাড়াহুড়া করবেন না। আজকের দিনে যাত্রা শুভ নয়।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে – ২১ জুন)   শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
কোনো সুযোগ উপার্জনের বিকল্প পথ খুলে দিতে পারে। প্রেম-প্রণয়ে জটিলতা আপনাকে কিছুটা চঞ্চল করে তুলতে পারে। স্নায়ুপীড়ার প্রকোপে উদ্বেগ বাড়ার সম্ভাবনা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। দিনের মধ্যভাগে যাত্রা শুভ।

টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় পারিবারিক পরিস্থিতিকে পাল্টে দেওয়া সম্ভব। আজকের দিনে যাত্রা শুভ। গাড়ি  ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতান্তরের সম্ভাবনা। প্রেমের প্রস্তাব পেতে পারেন।

টোটকা: একটি কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
গ্রহের শুভদৃষ্টির ফলে ভাগ্যোদয়ের যোগ আছে। মাতৃকুলের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের শুভ সময় আগত। অতিরিক্ত অর্থলাভ করতে গিয়ে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ আছে তবে সেটি খুব জোরালো নয়। যাত্রা শুভ।

টোটকা: একটি পাত্রে চাল ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
অজানা কারণে প্রেম-প্রণয়ে জট পাকতে পারে। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে পরিশ্রম বাড়বে। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য অর্থসংগ্রহের চেষ্টা সফল হবে। সাংসারিক দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধিতে সঞ্চয়ে হাত পড়বে। আজকের দিনে যাত্রা অশুভ।

টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯
গ্রহের শুভ প্রভাব থাকায় কর্মক্ষেত্রে জটিলতার অবসান হবে। বাহন ক্রয়ের শুভ যোগ। দুপুরের পর যাত্রা শুভ। বন্ধুর সহায়তায় দাম্পত্য কলহের অবসান হলেও পারিবারিক সমস্যা একেবারে মিটে যাবে না। প্রেমের ক্ষেত্রেও ছোট ছোট সমস্যা আসতে পারে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
অতিরিক্ত পরিশ্রমজনিত ক্লান্তি দেখা দিতে পারে। গুরুজনের পরামর্শ কার্যোদ্ধারের সহায়ক হতে পারে। পেশায় কৃতিত্ব লাভ। ভ্রমণের সুযোগ এলেও তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। যাত্রা আজকের দিনে কিছুটা বাধাযুক্ত। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
দিনের মধ্যে কোনো কারণে বিষণ্ণতা গ্রাস করতে পারে, তবে তা কেটে যাবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগে অপ্রত্যাশিত উন্নতির সুযোগ আসতে পারে। আজকের দিনে যাত্রা শুভ। সজ্জন ব্যক্তির দুর্লভ সঙ্গলাভ আপনাকে খুশিতে রাখবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি যেকোনো ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
স্বজনদের শত্রুতায় অশান্তি বাড়বে। বিতর্ক-বিবাদ ও পারিবারিক ঝামেলায় অযথা হয়রানি ও কাজকর্মে ব্যাঘাত ঘটার যোগ আছে। যাত্রার জন্য দিনটি শুভ নয়। দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনায় কিছুটা স্বস্তি মিলতে পারে। দাম্পত্য জীবন শুভ। প্রেমের জন্য দিনটি ভালো।
 
টোটকা: একটি কাঁচা কলাকে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০
ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। মধ্যভাগে সাহিত্য ও সঙ্গীতের অনুশীলনে ব্যুৎপত্তি লাভ। মামলা-মকদ্দমার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। ভ্রমণ বা যাত্রা শুরুর জন্য দিনটি শুভ। প্রেমযোগে বাধার চিহ্ন দেখা যাচ্ছে।
 
টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি ও কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় এবং উন্নতির যোগ আছে। জন্মসূত্রে অর্থপ্রাপ্তি যোগের ইঙ্গিত দেখা যাচ্ছে। উপকারের প্রতিদান না-ও জুটতে পারে। সবান্ধব দূর ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। যাত্রা আজকের দিনে বাধাযুক্ত। প্রেমযোগ আছে।

টোটকা: কিছুটা পানি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।