ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সিংহ জাতিকার দাম্পত্য কলহ, কর্কটের প্রেমিকার সঙ্গে মালিন্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
সিংহ জাতিকার দাম্পত্য কলহ, কর্কটের প্রেমিকার সঙ্গে মালিন্য

আজ কেমন যাবে
তারিখ- ০৭/০৯/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সাদা শুভ সংখ্যা: ৩
ভাগ্যে শুভযোগ বিদ্যমান। এই যোগ নিয়ে আসবে সফলতা।

ব্যবসায়ে আসবে নতুন আয়ের সুযোগ। প্রেমের ক্ষেত্রটি মিশ্র। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক তরফে শুভসংবাদ আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপ জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
মানুষ চিনতে ভুল হলে সমস্যা বাড়বে। ব্যবসায়ে সাফল্য আসলেও পারিবারিক অশান্তি আপনাকে বিব্রত করতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। গোটাদিন মন থাকবে চঞ্চল। যাত্রাযোগে বাঁধা থাকায় পথে সতর্কভাবে চলতে হবে। প্রেম শুভ।

টোটকা: বসার ঘরে গোলাপ ফুল রাখুন।  

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
পাওনা টাকা নিয়ে ব্যবসায় উত্তেজনার সৃষ্টি হতে পারে। কাজ করতে গিয়ে পদে পদে বাধা পেতে পারেন। জাতিকাদের জন্য কোনো শুভ খবর আসতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার সমাধান হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: এক মুঠো চাল পুকুর বা নদীতে ভাসিয়ে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদ। স্নায়ু রোগের সম্ভাবনা রয়েছে। প্রেমিকার সঙ্গে মনমালিন্যের যোগ রয়েছে। প্রেম নেই। সেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। যাত্রাযোগ শুভ।

টোটকা- বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
ব্যবসায়ে নতুন সফলতার দিক উন্মোচন হবে। কর্মক্ষেত্রে শুভ প্রভাব অব্যাহত থাকবে। প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে। যাত্রাযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে।
 
টোটকা: তিনটি কয়েন সবুজ কাপড়ে জড়িয়ে কাজের জায়গায় রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
ব্যবসার জন্য দিনটি শুভ। তবে প্রেমের যোগ নেই। দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। জাতিকাদের জন্য পেশাগত বিষয়ে নতুন সুযোগ আসতে পারে। শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যাত্রায় শুভযোগ রয়েছে।
 
টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৮
কর্মক্ষেত্রে হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। চাকরি প্রার্থীদের জন্য শুভসংবাদ আসতে পারে। প্রেমেরযোগ রয়েছে। জাতিকাদের জন্য মানসিক বিষয়ে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। পারিবারিক মিশ্র প্রভাব বজায় থাকবে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে কিছু সাদা ও হলুদ ফুল রাখলে উপকার পাবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)  শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫
বন্ধুদের সঙ্গে মনমালিন্য দেখা দিতে পারে। প্রেমে বাধা আসতে পারে। জাতিকাদের ক্ষেত্রে অবাঞ্ছিত পরিবেশের সামনাসামনি হতে হবে। দুপুরের পর থেকে সমস্যা কমলেও আজকের দিনে জাতিকাদের ক্ষেত্রে দিনটি সমস্যায় ঘেরা। তবে যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়ির পশ্চিমে ফুল গাছ রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৯
কর্মস্থলে পাওয়া সুযোগ সতর্কভাবে কাজে লাগান। গুপ্ত শত্রুযোগ রয়েছে। প্রেমযোগ শুভ। জাতিকাদের শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকবেন। পরিবারে আত্মীয়দের আগমন ঘটতে পারে। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

টোটকা: গোলাপ ফুল বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
ব্যবসায়ে শুভযোগ রয়েছে। কর্মক্ষেত্র শুভ। তবে প্রেমযোগ নেই। জাতিকাদের ক্ষেত্রে পারিবারে জটিলতা বাড়বে। চাকরিজীবী জাতিকাদের কর্মক্ষেত্রে কাজ ও পরিবার সামলাতে গিয়ে হিমসিম খেতে হবে। কোথাও যাত্রা করতে হলে সন্ধ্যের আগে করুন।

টোটকা: কিছুটা কালো জিরা, কিছুটা চাল জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৯
প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। দাম্পত্যযোগ শুভ। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও, পারিবারিক সমস্যা থেকে মুক্তির লক্ষণ দেখা যাচ্ছে। দুপুরের পর যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়ির ভিতরে গোলাপ জল ছড়িয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ১১
আজকের দিনে প্রেমযোগ রয়েছে। তবে পেমে সফলতা লাভ করতে যথেষ্ট চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি আনন্দের খবর নিয়ে আসবে। জাতিকাদের ক্ষেত্রে সংসারে জটিলতা কাটবে। ভ্রমণের যোগ রয়েছে। যাত্রা শুরু করতে হলে বিকেলের আগে করুন।

টোটকা: তিনটি কড়ি লাল কাপড়ে জড়িয়ে কাজের টেবিলে রাখুন।


বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।