ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সুনজরে পড়তে পারেন কুম্ভ, মিথুনের উন্নতির বাধা কাটবে

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
সুনজরে পড়তে পারেন কুম্ভ, মিথুনের উন্নতির বাধা কাটবে

আজ কেমন যাবে
তারিখ: ২০/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৪
পাওনা নিয়ে ব্যবসায় গোলযোগের আশঙ্কা। গুরুজনের পরামর্শে ব্যবসার সমস্যা সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে।

শারীরিক সমস্যার প্রকোপে কাজকর্মে বাধা আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে কিছু কিছু বাধা আছে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
উপস্থিত বুদ্ধিতে সহজেই কার্যোদ্ধার করতে পারবেন। ভাইয়ের সঙ্গে বিবাদে পৈতৃক সম্পত্তি লাভে জটিলতা। যাত্রাযোগে বাধা আছে। পথে-ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। ব্যবসার ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
রাশিচক্রের শুভ প্রভাবে কর্মে উন্নতির বাধা কেটে যাওয়ার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে হঠকারিতার মাসুল গুনতে হতে পারে। শুভানুধ্যায়ীর হস্তক্ষেপে স্বজনদের সঙ্গে বিরোধের মীমাংসা হয়ে যাবে। প্রেমযোগ ক্ষীণ। তবে দাম্পত্য কলহের যোগ দেখা যাচ্ছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
যাত্রাযোগ শুভ। কাজের সুবাদে সপরিবার দূরভ্রমণের সম্ভাবনা বাড়বে। বুদ্ধি বিভ্রম ও পরিকল্পনার ত্রুটির জন্য আর্থিক ক্ষতি হতে পারে। আজকের দিনে স্নায়ুপীড়া কষ্ট দিতে পারে। প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।

টোটকা: একটি পাত্রে জলে গম ও চাল ভিজিয়ে রাখুন।


সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা। নিজস্ব পরিকল্পনায় স্বনিযুক্তি প্রকল্পে সাফল্যের সূচনা হতে পারে। পায়ের হাড়জনিত সমস্যা দেখা দিতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দান করুন।


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
নতুন কর্মোদ্যমে উন্নতির সূচনা। প্রেমে শুভ পরিণতির দিকে অগ্রগতি হতে পারে। কর্মস্থলে বাক্যালাপে অসংযম বিপদ ডেকে আনতে পারে। সন্তানের কিছু কিছু কাজ নিয়ে গভীর চিন্তার জন্ম নিতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।


তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং লাল, শুভ সংখ্যা : ৫
বাধা ও বিলম্বের মধ্য দিয়ে কর্মে উন্নতি হবে। পেটের সমস্যায় দুর্ভোগ বাড়তে পারে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ বাড়বে। তবে প্রেমের বিষয়ে বন্ধুদের সাহায্য পাবেন। যাত্রাযোগ শুভ। অর্থযোগে শুভ ফল লাভ হতে পারে।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা: ৪
অংশীদারের ভুল সিদ্ধান্তে লোকসানের আশঙ্কা বেড়ে যাবে। মাত্রাছাড়া ঝুঁকি বিপদ ঘটাতে পারে। শারীরিক জটিলতায় ভোগান্তি বাড়বে। দাম্পত্য জীবনে বিশ্বাসের অভাব দেখা দিতে পারে। প্রেমযোগে বাধা আছে।

টোটকা: একটি গোটা সুপারি, একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।


ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১০
রাশিচক্রে দক্ষতার স্বীকৃতি মেলার ইঙ্গিত দেখা যাচ্ছে। অতিরিক্ত ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে গ্রহের অবস্থানগত সমস্যা দেখা যাচ্ছে। এর ফলে প্রেম নিয়ে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩
সাহসের জোরে শত্রুর পরিকল্পনা ভেস্তে কার্যোদ্ধার করতে পারবেন। পায়ের হাড় নিয়ে সমস্যা বাড়বে। প্রেম-প্রণয়ে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪
উচ্চপদস্থ কর্তাব্যক্তির সুনজরে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি দখল নিয়ে অশান্তি শুরু হতে পারে। পরিবারে মধ্যেই কেউ আপনার পেছনে শত্রুতা করলে অবাক হবেন না। পরিবারের তরফে মানসিক আঘাতের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: একটি পাত্রে কিছুটা তেল ও কয়েকটি দুর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ৬
শ্রম ও দক্ষতার স্বীকৃতি সাময়িকভাবে না মিলতেও পারে। এতে হতাশ হবেন না। অকারণ বিবাদ-বিতর্ক থেকে বিড়ম্বনার আশঙ্কা। সন্তানের  ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  পানিতে ফেলে দিন।


বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।