ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর প্রেম-যাত্রা শুভ, মিথুনের কর্মক্ষেত্রে সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ধনুর প্রেম-যাত্রা শুভ, মিথুনের কর্মক্ষেত্রে সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ৩০/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ব্যবসার ক্ষেত্রে নতুন কাজকর্মের সার্থক রূপায়ন করা সম্ভব হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিতে পারে।

সৃষ্টিশীল ও উদ্যমী মানুষদের জন্য শুভ দিন। কোনো আত্মীয়কে কেন্দ্র করে দাম্পত্য অশান্তি বাড়বে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: কাজের জায়গায় একটি গাছ অবশ্যই রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
ঋতু পরিবর্তনজনিত প্রভাবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অসাধু মানুষের কারসাজিতে প্রতারিত হওয়ার আশঙ্কা। কাব্যচর্চা ও সঙ্গীতচর্চায় ব্যুৎপত্তি লাভ করবেন। মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

টোটকা: ধর্মস্থানে অর্থ দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
যাত্রাযোগ শুভ। দূর ভ্রমণের যোগ আছে। ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। প্রেমযোগ খুব একটা শক্তিশালী নয়।

টোটকা: গরিবদের খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
নতুন ব্যবসার পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত আছে। দিনের মধ্যভাগে বন্ধুর মতের অমিল হওয়ার জন্য সম্পর্কের অবনতি হতে পারে। ঘাড় ও পিঠের ব্যথায় ভোগান্তি হতে পারে। প্রেমের নিয়ে বেশি আলোচনা এড়িয়ে চলুন। যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়িতে অন্তত একটি ফুল আছে এমন রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
নিজস্ব পরিকল্পনায় ব্যবসায় ও কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ আছে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে আকস্মিক বাধা আসতে পারে। শত্রুর কূটচালে মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম বাধাযুক্ত। যাত্রাযোগ শুভ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
আজ ঝুঁকি নিয়ে কাজ করার পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। পরিবারের কারো শারীরিক সমস্যায় ভোগান্তি দেখা দিতে পারে। দিনের মধ্যভাগে চুরি বা পকেটমারিতে অর্থক্ষতির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বাধা হতে পারে আপনার চরিত্রের বাহ্যিক কাঠিন্য। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপজল কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় ছড়িয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় বহু ব্যস্ততা ও অতিরিক্ত পরিশ্রমে করতে হতে পারে। যাত্রাযোগ শুভ। সমুদ্রের নিকটবর্তী স্থানে অবস্থানের পরিকল্পনা করতে পারেন প্রেমযোগ শুভ।

টোটকা: দরিদ্র মানুষকে বস্ত্র দান করুন।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজ পুরনো ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো আত্মীয়ের শুভ সংবাদ নিয়ে আসার সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেবে বা বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। প্রেম নিয়ে কোনো পরিকল্পনা থাকলে তাতে সফলতার সম্ভাবনা আছে। যাত্রাযোগে মিশ্র।

টোটকা: পাতিলেবুর রসে মধু মিশিয়ে সকালে গ্রহণ করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
অন্যের উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন। আর্থিক সূত্রে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে পানিতে তিনটি মরিচ ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
দান ও অন্যের উপকারের মাধ্যমে মানসিক আনন্দ খুঁজে পাবেন। ব্যবসার ক্ষেত্রে উপার্জন বাড়বে। তবে সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম নিয়ে কিছুটা মানসিক চাপে থাকতে হতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ বাধতে পারে। দিনের মধ্যভাগে একাধিক পথে অর্থাগম হওয়ার সম্ভাবনা। দিনের শেষভাগটি প্রেমের জন্য বিশেষ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

টোটকা: শোবার ঘরে নানা রঙের ফুল আছে এমন ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
প্রেম-প্রণয়ে কোনো সমস্যা হঠাৎ করে হাজির হতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতি ব্যাহত হতে পারে। অর্থপ্রাপ্তিযোগটি বাধাযুক্ত। ভ্রমণযোগ শুভ।

টোটকা: বিকেলের পর সুগন্ধি ধূপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।