ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

যোগ্যতায় গুরুত্ব পাবেন মিথুন, কন্যার ভ্রমণ পরিকল্পনায় বাধা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
যোগ্যতায় গুরুত্ব পাবেন মিথুন, কন্যার ভ্রমণ পরিকল্পনায় বাধা

আজ কেমন যাবে
তারিখ: ২৪/১১/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ভুল মানুষকে বিশ্বাস করলে আপনার গোপনীয়তা নষ্ট হতে পারে। পারিবারিক কোনো ঘটনা আজ আপনার মানসিক শান্তির বিঘ্ন ঘটাবে।

জাতিকাদের নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। তবে পরিচিত কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: পানিতে সোনা ও রুপার যে কোনো গহনা কিছুক্ষণ ডুবিয়ে রেখে ওই জল বাড়ির চার কোণে ছিঁটিয়ে দিন।
 
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
রাশিচক্রের শুভ প্রভাবে বাণিজ্যিক ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ আছে। যাত্রাযোগে বাধা। রাস্তা পারের সময় বিশেষ সর্তক হোন। জাতিকাদের বিশ্বস্ত কোনো মানুষের থেকে বিশ্বাস হারানোর সম্ভাবনা। লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পারিবারিক কোনো সমস্যা আপনাকে অস্থির করে তুলতে পারে। কোনো কাছে মানুষের ব্যবহার আপনাকে কষ্ট দেবে। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা পরিবারের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী গুরুত্ব পাবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: ক্ষুধার্তকে খাদ্য দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
দিনের মধ্যভাগে ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভের খবর আসবে। জাতিকাদের কর্মক্ষেত্রে নিরাশাজনক কোনো ঘটনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন। যাত্রাযোগ শুভ।

টোটকা: কাজের জায়গায় একটি গোল স্ফটিক রাখুন।
 
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
আজ নতুন পরিচিত মানুষের পারিবারিক ক্ষেত্রে শুভ ফল হতে পারে। জাতিকারা নিকটাত্মীয়ের সাহায্য পেতে পারেন। পরিবারের কেউ আপনার বিরোধিতা করতে পারে। প্রেমের ক্ষেত্রটি মিশ্রযোগ। যাত্রাযোগ শুভ।

টোটকা: টেবিলে কিছুটা মাটি ও কয়েকটি ধান একটি মুখ খোলা পাত্রে রেখে দিন।  
 
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে যাত্রাযোগে বাধা আছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বাধা। জাতিকাদের অবর্তমানে তাদের বিরুদ্ধে পরিবারের অভিভাবকদের ভুল বোঝানোর চেষ্টা হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯  
প্রেমের প্রস্তাব আসতে পারে, তবে সব দিকে ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো পারিবারিক সমস্যার জন্য তুলা জাতিকাদের অন্যায়ভাবে দায়ী করার চেষ্টা হতে পারে। আপনার সাফল্য বাধার সম্মুখীন হতে পারে। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
মাতুল সম্পর্কে সম্পত্তি লাভের যোগ আছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। প্রেমযোগ আছে। জাতিকারা শুভ কাজে দেরি করবেন না। যাত্রাযোগে বাধা দেখা যাচ্ছে। আঘাত ও রক্তপাতের যোগ।

টোটকা: দিনে একবার নিমপাতা বা নিমের ডাল দাঁতে কাটুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে বিতর্কের সম্ভাবনা আছে। জাতিকারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ হোন। পরিবারে আপনাকে আটকানোর চেষ্টা হলেও অবশেষে আপনি আপনার লক্ষ্যে সফল হবেন। দাম্পত্য জীবনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। প্রেমযোগ মধ্যম। যাত্রাযোগ শুভ।

টোটকা : সারাদিন একটি পাত্রে পানিতে চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে জাতিকাদের উন্নতি আটকাবার চেষ্টা হতে পারে। তবে আপনার বুদ্ধির কাছে শত্রুপক্ষ পরাজিত হবে। প্রেম যোগ আছে। যাত্রা যোগ দুপুরের পর শুভ।

টোটকা: পানিতে কয়েকটি সাদা ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবতে বা আলোচনা করতে সময় নিন। জাতিকাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: শোবার ঘরে নীল ও হলুদ ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
অন্যের কথায় হঠাৎ করে আজ কোনোভাবেই প্রলুব্ধ হবেন না। ব্যবসাক্ষেত্রে দিনের মধ্যভাগ থেকে অনুকূল। কর্মক্ষেত্র ও পরিবার দুই দিকেই জাতিকাদের প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করতে হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।