ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

‘ম’ অক্ষরে সতর্ক মেষ, ‘স’ অক্ষরে কন্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
‘ম’ অক্ষরে সতর্ক মেষ, ‘স’ অক্ষরে কন্যা

আজ কেমন যাবে
তারিখ: ০১/১২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নামের প্রথম অক্ষর ‘ম’ বা ‘ন’ দিয়ে শুরু এমন ব্যক্তিদের থেকে আজ কিছুটা সতর্ক থাকবেন। মানসিক জোর বৃদ্ধিতে প্রেমিক-প্রেমিকার সাহায্য পাবেন।

রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় যথেষ্ট সর্তক থাকা দরকার।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
জনসমক্ষে আপনাকে হেনস্থা করতে পারে আপনার পরিবারেরই কোনো সদস্য। আগুন থেকে বিপদের আশঙ্কা। প্রেম নিয়ে আপনার পরিবারের বাধার ফলে প্রেমে ভাঙনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত টাকা হাতে এলেও তা খরচ হয়ে যাবে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

মিথুন: (২২মে – ২১ জুন)
পথে চুরি বা ছিনতাইয়ের ফলে দামি মোবাইল, ল্যাপটপের ক্ষতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে একাধিক বিকল্প নিয়ে আপনি কিছুটা সংশয়ে পড়তে পারেন। আর্থিক শুভযোগ বর্তমান।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
অনেক দিন ধরে চলতে থাকা সন্তান ধারণ সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা বা কোনো ধরনের নেশার অভ্যাস আপনাকে শারীরিকভাবে সমস্যায় ফেলতে পারে। প্রেম নিয়ে কোনো কারণে মেজাজ হারালে সমস্যা বাড়বে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
একটি ঋণ থেকে মুক্তি পেলেও আপনি আরেকটি ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। সতর্কভাবে পা ফেলুন। আপনার মনের ভিতর যে উচ্চাকাঙ্ক্ষা আছে তাড়াহুড়ো করলে তাতে সফল হওয়ার সম্ভাবনা কম। প্রেম নিয়ে সমস্যা আসতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
কন্যারাশির প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে ‘স’ বা ‘শ’ দিয়ে শুরু এমন নামের কোনো মানুষের প্রেমে পড়তে পারেন। গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান হবে। যাত্রার সময় বিশেষভাবে শরীরের বাঁ দিকের অংশ সম্পর্কে খেয়াল রাখতে হবে।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
জমি-বাড়ি ক্রয়ের পরিকল্পনা ব্যাহত হওয়ার সম্ভাবনা। তৃতীয় ব্যক্তির উস্কানিতে দাম্পত্য শান্তি ও সাংসারিক সুস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৯
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
চোখের দেখা কোনো ঘটনা পরে আপনার কাছে ভুল বলে প্রমাণিত হয়ে যেতে পারে। অর্থযোগ মধ্যম। প্রেমের জন্য দিনটি শুভ। আজকের দিনে নতুন ভ্রমণের পরিকল্পনা না করাই শ্রেয়।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেম নিয়ে সামান্য ঝগড়া বড় আকার নিয়ে সম্পর্কচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কা আছে। কিছুটা সময় পুরোপুরি একা কাটালে মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তির ক্ষীণ সম্ভাবনা আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
‘মিড লাইফ ক্রাইসিস’ জনিত মানসিক কিছু কারণে দাম্পত্য জীবনে কিছু জটিলতা দেখা দেবে। একদিকে আপনার কোনো আকাঙ্ক্ষা, অন্যদিকে নীতিবোধ- এই দু’য়ের সংঘাত লাগতে পারে। পথে অন্যমনস্ক হয়ে চলার ফলে আঘাতযোগ। অর্থযোগ স্থিতিশীল থাকবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
কুম্ভ জাতক-জাতিকাদের মধ্যে প্রেম নিয়ে নানা ধরনের দোলাচলের মধ্যে পড়তে হতে পারে। একবার মনে হতে পারে আপনার পছন্দের মানুষটি আপনাকে ভালোবাসে, পরক্ষণেই মনে হতে পারে সে আপনাকে ভালোবাসে না। ভ্রমণের যোগ আছে। আর্থিক বিষয়ে সমস্যা মেটার ইঙ্গিত আছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
একটি কাজ সফল হওয়া আর না হওয়ার মাঝের অনিশ্চয়তা আপনাকে গোটা দিন বিব্রত রাখবে। আপনার নিয়ন্ত্রণে নেই এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে বিচলিত হয়ে পড়তে পারেন। ভিন্নমতের কারণে পারিবারিক সমস্যা বজায় থাকবে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এএ

** ভালো ঘুমের জন্য ফেংশুই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।