ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাশিফল

মকরের কর্মে উন্নতি, বৃষের শিক্ষাক্ষেত্রে সাফল্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মকরের কর্মে উন্নতি, বৃষের শিক্ষাক্ষেত্রে সাফল্য

আজ কেমন যাবে
তারিখ: ০৬/০২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
প্রেমের ক্ষেত্রে নতুন খবর আপনাকে আনন্দিত করবে। পরবারে সমস্যা বাড়বে।

কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায় নতুন সমস্যা আসতে পারে। ভ্রমণের যোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য পূরণে সক্ষম হবেন। কর্মে উন্নতি। প্রেমযোগ শুভ। শিক্ষাক্ষেত্রে সাফল্য। প্রেমযোগ শুভ। বিনোদনের যোগ। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৪

মিথুন: (২২মে – ২১ জুন)
শারীরিক সমস্যা নিয়ে চিন্তা। পরিবারের সঙ্গে আলোচনায় সুফল। কর্মে উন্নতি। প্রেমের ক্ষেত্রে বাধা। আইনি সমস্যার সমাধান। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন বন্ধুত্বের সম্ভাবনা। কর্মে ইতিবাচক প্রভাব। নতুন প্রেমের সম্ভাবনা। দাম্পত্য সুখ। শারীরিক সমস্যা সমাধান। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
ব্যবসার সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি। দাম্পত্য জীবনে মতবিরোধের সম্ভাবনা। শিক্ষায় সাফল্য। প্রেম নিয়ে দুশ্চিন্তা। বিনোদনের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
বিচক্ষণতার ফলে পারিবারিক সমস্যার সমাধান। কর্মক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য। শিক্ষা শুভ। প্রেমে বাঁধা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা। ব্যবসায় সমস্যার সমাধান। প্রেমযোগ শুভ। আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ। শারীরিক সমস্যা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯২

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সমস্যার মধ্যেই দেখা দেবে আশার আলো। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্র মিশ্র। ব্যবসায় সমস্যার সমাধান। শারীরিক সমস্যার সমাধান। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেম নিয়ে অজানা শঙ্কা আসতে পারে। পরিবারে সমস্যার যোগ সামান্য। কর্মে মিশ্র প্রভাব। শারীরিক সমস্যার যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯৬

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
ব্যবসায়ে সমস্যার সমাধান হবে। প্রেম নিয়ে বাড়তে পারে সমস্যা। কর্মে উন্নতি। শিক্ষা শুভ। আর্থিকযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
প্রেম নিয়ে সমস্যার সমাধান। শিক্ষা নিয়ে সমস্যা। ভ্রমণের যোগ। দাম্পত্য সমস্যার সমাধান। বিনোদন শুভ। যাত্রাযোগে বাধা বর্তমান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ খবর আসতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধান। সন্তানের উন্নতি। শিক্ষাযোগে সাফল্য। ভ্রমণের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।