ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাশিফল

প্রেম নিয়ে বন্ধুর সঙ্গে দূরত্ব ধনুর, কন্যার মিলবে হারানো জিনিস

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
প্রেম নিয়ে বন্ধুর সঙ্গে দূরত্ব ধনুর, কন্যার মিলবে হারানো জিনিস

আজ কেমন যাবে
তারিখ- ২২/০২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
নতুন প্রেমের সমস্যার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে ছোট খাটো ব্যাপার নিয়ে সমস্যা।

আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। শিক্ষা যোগে সাফল্যের সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬২

বৃষ: (২১ এপ্রিল– ২১ মে)
প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে কোনো বন্ধুর সাহায্য পাবেন। কর্মে প্রাথমিক কিছু সমস্যা থাকলেও কাটিয়ে উঠবেন। শিক্ষা যোগে বাধা আছে। যাত্রা যোগে শুভ ফলাফলের ইঙ্গিত আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯৯

মিথুন: (২২ মে– ২১ জুন)
কাজের উন্নতিতে বাধা হতে পারে আপনার আশেপাশের কেউ। প্রেমের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়বে। শিক্ষা যোগে শুভ ফল লাভ হবে। বিদেশ যাত্রার বাধা কাটবে। শুভ দিক উত্তর।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮১

কর্কট: (২২ জুন– ২২ জুলাই)
প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তির অবসান হবে। কর্মে উন্নতি শিক্ষা যোগে শুভ ফল। নতুন ব্যবসায়ে সাফল্য। বিদেশ যাত্রার বাধা কাটবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট) 
শারীরিক সমস্যার সমাধান। চিকিৎসায় শুভ ফল লাভ। পারিবারিক শান্তি। প্রেম যোগ শুভ। দাম্পত্য সম্পর্কে উন্নতি। আর্থিক যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২৩

কন্যা: (২৪ আগস্ট– ২৩ সেপ্টেম্বর)
হারানো জিনিসের প্রাপ্তি। সম্পত্তি লাভের সম্ভাবনা। কর্মে উন্নতি। প্রেমে সাফল্য। শারীরিক সমস্যা। বিদেশ ভ্রমণের সুযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে নানা রকমের সমস্যা আসতে পারে। কাজের ক্ষেত্রে সমস্যার যোগ আছে। দাম্পত্য সমস্যার সমাধান। শিক্ষা ক্ষেত্রে সাফল্য লাভ হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর– ২২ নভেম্বর)
যাত্রা যোগে বাধা কাটবে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা। শিক্ষা ক্ষেত্রে প্রশংসা লাভ। কর্মক্ষেত্রে উন্নতি। যাত্রা যোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২২

ধনু: (২৩ নভেম্বর– ২১ ডিসেম্বর)
প্রেম নিয়ে বন্ধুদের সঙ্গে দূরত্ব দেখা দিতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে মূলধনের সমস্যা মিটবে। বাহন ক্রয়ের যোগ আছে। পথে সতর্কভাবে চলাফেরা দরকার।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৪১

মকর: (২২ ডিসেম্বর– ২০ জানুয়ারি) 
উত্তেজনা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেমের সম্পর্কে উন্নতি। যাত্রা যোগে সফলতা। বিদেশ যাত্রার যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি)
পাওনা টাকা নিয়ে হয়রানি। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। প্রেমযোগ শুভ। যাত্রা যোগে হয়রানির সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতি। আর্থিক দিকে সমস্যার সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি– ২০ মার্চ)
প্রেম নিয়ে বাধা কাটবে। শুভ খবর আসতে পারে। যাত্রা যোগে শুভ ফল। কাজে ইতিবাচক সাড়া পাবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। শিক্ষা ক্ষেত্রে সাফল্য। যাত্রাযোগ শুভ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।