ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন কুম্ভ, মিথুনের ধৈর্যে ইতিবাচক ফল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন কুম্ভ, মিথুনের ধৈর্যে ইতিবাচক ফল

আজ কেমন যাবে
তারিখ- ২৩/০২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম নিয়ে আপনি কিছুটা সংশয়ে পড়তে পারেন। মনে হতে পারে মনের মানুষ দূরে সরে যাচ্ছে।

তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা ভাবুন। কর্মক্ষেত্রে মনকে স্থির রাখতে পারলে সফলতা পাবেন। যাত্রাযোগে শুভ ফল।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিবারে আপনার কথা ইদানীংকালে কম গুরুত্ব দেওয়া হচ্ছে মনে হতে পারে। নিজের কাজের ব্যাখ্যা নিজে করুন। দেখুন কোথাও সমস্যা হচ্ছে কিনা। প্রেমযোগ শুভ। আর্থিকযোগে বাধা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন) 
শারীরিক সমস্যা কখনও মানসিক অবসাদের কারণ হতে পারে। ধৈর্য ধরলে এক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। প্রেম আসতে সময় লাগতে পারে। কিন্তু হতাশ হবেন না। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শুভ দিক দক্ষিণ। আজ নতুন প্রেমের বার্তা আসতে পারে। সম্পর্কে ক্ষেত্রে সদা সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে অহেতুক উত্তেজনায় জড়াবেন না। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
নিজের উপর বিশ্বাস বজায় রাখলে সফলতা আপনার কাছে এসে ধরা দেবে। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা আপনার কাজে প্রভাব বিস্তার করতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগে শুভ ফল পাবেন।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
বিনোদনমূলক স্থানে বা বেড়াতে গিয়ে এমন কারও সঙ্গে পরিচয় হতে পারে যে আপনার সমস্যা সমাধান করতে এগিয়ে আসবে। নতুন বন্ধুত্ব আপনার পক্ষে লাভজনক। কর্মক্ষেত্রে সমস্যা কমবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
পারিবারিক খুশি আপনাকে আনন্দিত করবে। ব্যবসায়ী কাজে পরিবারের সাহায্য পাবেন। তবে প্রেম বিষয়ে এই সময়ে পরিবারে আলোচনা না করাই ভালো। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কোনো বন্ধুকে নিয়ে প্রেমের সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে সমস্যা মিটিয়ে নিন। কর্মক্ষেত্রে আর্থিক লাভের যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মধ্যে পড়লেও মাথা ঠাণ্ডা রাখুন। কাজের চাপে কোনো এক সময় বিরক্তি আসতে পারে। ভ্রমণের সম্ভাবনা আছে। ভ্রমণ আপনাকে উৎসাহিত করবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
ব্যবসার ক্ষেত্রে মনোমালিন্য স্থান দেবেন না। প্রেমের ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ কাম্য। কর্মক্ষেত্রে শুভ দিক দেখা যাচ্ছে। যাত্রাযোগে বাধার সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মানসিক চাপে কাজে ভুলের সম্ভাবনা বাড়বে। প্রেম নিয়ে চিন্তা দেখা দিতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট সময় নিন। প্রলুব্ধ হলে আর্থিক ক্ষতি হবে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো একটি সত্য গোপন আপনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভের ইঙ্গিত। শুভ দিক উত্তর। ভ্রমণ অথবা বিনোদনের মধ্যে নতুন বন্ধু খুঁজে পেতে পারেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।