ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বিয়ে সমস্যার সমাধান কুম্ভের, কর্কটের পারিবারিক সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিয়ে সমস্যার সমাধান কুম্ভের, কর্কটের পারিবারিক সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ২৫/০২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
প্রেমের সম্পর্কের মধ্যে বাইরের ব্যক্তির প্রভাবে সমস্যা সৃষ্টি হতে পারে। শিক্ষাযোগে সফলতায় প্রধান বাধা মানসিক চঞ্চলতা।

কর্মে উন্নতি। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
খুশির খবরে পরিবারের মানসিক শান্তি ফিরে আসবে। আত্মীয়দের কেউ আপনার পরিবারের ক্ষতির চেষ্টা করতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিক ক্ষতির হাত থেকে বন্ধুর সাহায্যে রক্ষা পাবেন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ। কাজের ক্ষেত্রে উন্নতি। শিক্ষায় বাধা। যাত্রাযোগে শুভ ফল লাভের সম্ভাবনা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অর্থের লেনদেন আত্মীয়তার সম্পর্কে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল লাভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
রাগের বশে করে ফেলা কাজের ক্ষতি আপনাকেই পূরণ করতে হবে। প্রেমের মধ্যে রাগারাগির ফলে সমস্যা বাড়তে পারে। বিদেশযাত্রার যোগ আছে। বিনোদনমূলক স্থানে ভ্রমণের যোগ আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
প্রেম নিয়ে আপনার গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। স্থির সিদ্ধান্তে অটল থাকলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কর্মে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভযোগ বর্তমান। প্রেমযোগ শুভ। নতুন কাজে উন্নতির যোগ আছে। প্রেমে সফলতার ইঙ্গিত দেখা যাচ্ছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে কোনো আত্মীয়ের মাধ্যমে। যাত্রাযোগে শুভ ফল। কর্মে উন্নতি। গোপন কথা প্রকাশ্যে চলে আসায় সমস্যা বাড়বে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের বিষয়ে বেহিসাবি পদক্ষেপ আপনাকে সমস্যায় ফেলতে পারে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজে উন্নতি। কারও সুপারিশে কর্মে উন্নতি। যাত্রাযোগে শুভ ফল।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
আপনাকে ঠকাতে কেউ মধ্যে কথার জাল বুনতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে দরকার হলে পরামর্শ করুন। কানো ঘটনাকে জটিল মনে হলে একটু সময় নিন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
কাজের ক্ষেত্রে উন্নতি সুযোগ আছে। যাত্রাযোগ শুভ ফল লাভ। বিদেশ ভ্রমণে সমস্যা সমাধানের ইঙ্গিত আছে। প্রেম বিয়ে সমস্যার সমাধানের ইঙ্গিত দেখ যাচ্ছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবারের কারও শারীরিক সমস্যা নিয়ে চিন্তা। ফুসফুস, কিডনি বিষয়ে সতর্ক হওয়া দরকার। শুভ দিক পশ্চিম। যাত্রাযোগ শুভ। আর্থিক বিষয় নিয়ে পরিবারে মতবিরোধ হতে পারে। প্রেমে বাধা মুক্তির সম্ভাবনা আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১৭

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।