ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের কর্মক্ষেত্রে জটিলতা, মেষর উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
মীনের কর্মক্ষেত্রে জটিলতা, মেষর উন্নতি

আজ কেমন যাবে
তারিখ- ২৯/০২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে সমস্যাগুলি সমাধান হয়ে আসায় শান্তি ফিরে পাবেন। তবে শিক্ষা নিয়ে সমস্যার সম্ভাবনা আছে।

যাত্রাযোগে শুভ ফল। বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ বর্তমান। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। দাম্পত্যযোগ শুভ। পারিবারিক সমস্যার যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
কোনো আত্মীয়ের ভুল বোঝানোর ফলে প্রেমের ক্ষেত্রে সাময়িক সমস্যা সৃস্টি হতে পারে। যাত্রাযোগে শুভ ফল আছে। আর্থিক বিষয় নিয়ে সমস্যার যোগ। শুভ খবর আসতে পারে। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমের মধ্যে কোনো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। কাজের জন্য দূরে যেতে হতে পারে। পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধের সম্ভাবনা। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২৮

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
ভিন্ন ধরনের চরিত্রের মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে সাময়িক সমস্যা হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমের প্রস্তাবে সাফল্য মিলতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৫৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
পথে সমস্যার যোগ। লাগতে পারে কোনো আঘাত বা হারাতে পারে কোনো দরকারি জিনিস। প্রেমের ক্ষেত্রে মিশ্র ভাব বর্তমান। শিক্ষায় উন্নতি। মানসিক অবসাদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৩৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আর্থিক বিষয় নিয়ে বন্ধুত্বে ফাটলের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে সমস্যা সমাধানের যোগ। যাত্রাযোগ শুভ। কর্মে উন্নতির সম্ভাবনা। যাত্রাযোগে শুভ ফল লাভের যোগ বর্তমান।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারে গুরুজনদের কথা মান্য করা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সম্পত্তি নিয়ে পরিবারে মধ্যে আলোচনার সম্ভাবনা। উত্তেজনার ফলে দাম্পত্য সম্পর্কে সমস্যার সম্ভাবনা। শিক্ষাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
হতাশ হয়ে হাল ছেড়ে দিলে সমস্যা বাড়বে। ভাগ্যে শুভ লক্ষণ প্রকট হচ্ছে। সাময়িক সমস্যার সমাধান হবে। যাত্রাযোগে শুভ ফল পাবেন।   প্রেমের জন্য দিনটি মিশ্র। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৮

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
প্রেম নিয়ে পরিবার ও কোনো নিকট‍াত্মীয় বিরোধিতা করতে পারে। আত্মীয়ের বক্তব্যের প্রভাবে পরিবারের সঙ্গে আপনার সমস্যা বাড়তে পারে। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল লাভের সম্ভাবনা।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
কাজের উৎসাহ বজায় রাখতে পারলে সমস্যার সমাধান দ্রুত বেরিয়ে আসবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় কিছুটা চেষ্টা করলে আপনি আরও বেশি সফল হবেন। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের সম্পর্ক নিয়ে নানা বাধার মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে জটিলতার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। কর্মে উন্নতির যোগ আছে। বিদেশ ভ্রমণের যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৫১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।