ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

নীল শুভ রং কন্যার, তুলার সাদা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
নীল শুভ রং কন্যার, তুলার সাদা

আজ কেমন যাবে
তারিখ: ০৫/০৩/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
প্রেমের ক্ষেত্রে সফলতায় বাধা হতে পারে পরিবারের মতামত। শিক্ষা নিয়ে সময়ের যোগ আছে।

কর্মে উন্নতি। শারীরিক সমস্যার সমাধান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
হিস‍াবের গড়মিল নিয়ে ব্যবসায় সমস্যা দেখা দিত পারে। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। প্রেম নিয়ে সাফল্যের যোগ আছে। আর্থিক বিষয় নিয়ে অংশীদারের সঙ্গে মতবিরোধের যোগ আছে। বিনোদনমূলক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেমের সম্পর্কে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবনেও সমস্যার যোগ আছে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। আর্থিকক্ষেত্রে বাধা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শারীরিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মে উন্নতির যোগ। প্রেমের ক্ষেত্রে সমস্যা সমাধান। শিক্ষা নিয়ে শুভ খবর আসতে পাড়ে। পরিবারের কারও শারীরিক সমস্যায় আপনার চিন্তা বাড়বে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
কর্মে উন্নতির যোগ বর্তমান। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হবে। বিদেশ যাত্রার জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। প্রেমের যোগ শুভ। নতুন বন্ধুর সঙ্গে আলাপ। আর্থিক দিকে অগ্রগতি। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
আলোচনার মাধ্যমে ব্যবসার নতুন রাস্তা বেরুতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। প্রেমের যোগ। সম্পর্কের মধ্যে সমস্যার সমাধান হবে। শিক্ষাযোগ শুভ। পারিবারিক মনোমালিন্যের অবসান হবে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মক্ষেত্রে ইতিবাচক ভাব বজায় থাকবে। প্রেমে সফলতার ইঙ্গিত দেখা যাচ্ছে। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের ক্ষেত্রে শুভযোগ বর্তমান। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষা নিয়ে সমস্যার সম্ভাবনা আছে। নতুন কাজে উৎসাহ লাভ হবে। যাত্রাযোগ শুভ। আর্থিক বিষয়ে সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধার্মিক কাজের মধ্য দিয়ে মনে শান্তি পাবেন। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। কর্মে উন্নতিতে বাধা আসবে সহকর্মীর। ব্যবসায়ে সমস্যার সম্ভাবনা দেখা দেবে। প্রেমের বিষয়ে পরিবারের তরফে অমত দেখা দিতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্ম হবে। শিক্ষা নিয়ে সময়ের সমাধান। কর্মে উন্নতি শিক্ষাযোগে সফলতা দেখা দেবে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আর্থিক সমস্যার আংশিক সুরাহা হতে পারে। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের যোগ। ব্যবসায় আইনি জটিলতা নিয়ে চিন্তা বাড়াবে। শারীরিক সমস্যা সমাধানের যোগ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কাজের চাপের ফলে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় নতুন সম্ভাবনার জন্ম হবে। শিক্ষাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।