ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ভেবে আর্থিক সিদ্ধান্ত নিন মীন, মিথুনের বিদেশ ভ্রমণ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
ভেবে আর্থিক সিদ্ধান্ত নিন মীন, মিথুনের বিদেশ ভ্রমণ

আজ কেমন যাবে
তারিখ: ১৩/০৪/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে।

প্রেমযোগ শুভ। আর্থিক উন্নতিতে বাধা আসবে। পারিবারিক সমস্যা সমাধানের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম নিয়ে মনে কোনো ধরনের আশঙ্কার জন্ম হতে পারে। শিক্ষায় শুভ ফল লাভ করবেন। যাত্রাযোগে শুভ ফল। আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। ভ্রমণের যোগ আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
আগুন থেকে সাবধানতা দরকার। প্রেমের ক্ষেত্রে সমস্যা সমাধানের যোগ। কর্মক্ষেত্র ও ব্যবসার জায়গায় সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশ ভ্রমণের যোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্রে দলাদলির শিকার হতে পারে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে দূরত্ব দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে আইনি জটিলতার সম্ভাবনা। শিক্ষায় শুভ যোগ বর্তমান। বিনোদনমূলক স্থানে ভ্রমণের যোগ আছে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
যেকোনো সমস্যার মূলে পৌঁছাতে চেষ্টা করুন। একবার ব্যর্থ হলে হাল ছাড়বেন না। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষার সাফল্য আপনার সামাজিক সম্মান বাড়াতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
খাদ্যানালী সংক্রান্ত সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে। প্রেমযোগ মিশ্র। দাম্পত্যযোগে সমস্যা। শারীরিক সমস্যার যোগ আছে। বিদেশ ভ্রমণে নতুন সমস্যা হাজির হতে পারে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নতুন কাজে উন্নতির যোগ আছে। প্রেম নিয়ে মনে চিন্তার জন্ম হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে মতের অমিলের সম্ভাবনা। ভ্রমণের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং:  হলুদ, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সামান্য অশান্তি বড় আকার নিতে পারে। প্রেম নিয়ে সমস্যার সম্ভাবনা আছে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। বিদেশ ভ্রমণের যোগ আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন কাজের পরিকল্পনায় বন্ধুর সাহায্য পেতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ বর্তমান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেম নিয়ে সমস্যার সমাধানে কোন বন্ধু এগিয়ে আসতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। বিদেশ ভ্রমণের বাঁধা কাটতে পারে। হাঁটুর সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৩

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির সম্ভাবনা। প্রেম নিয়ে সমস্যা। ইতিবাচক মানসিকতার ফলে সমস্যা থেকে মুক্তি পাবেন। শিক্ষায় শুভ ফল লাভ করবেন। শুভ দিক উত্তর।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা আছে। প্রেম নিয়ে কারও সঙ্গে আলোচনা না করাই ভালো। পারিবারিক সমস্যা বাড়তে পারে। আর্থিক সিদ্ধান্তের বিষয়ে সতর্ক হোন।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।