ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেম-বন্ধুত্বে দ্বন্দ্ব কন্যার, কর্কটের কর্মে উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
প্রেম-বন্ধুত্বে দ্বন্দ্ব কন্যার, কর্কটের কর্মে উন্নতি

আজ কেমন যাবে
তারিখ: ২৯/০৪/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে আপনার মনে যে হতাশা বা সম্পর্ক নিয়ে যে মানসিক যন্ত্রণা ছিলো সেটি কেটে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে।

যাত্রাযোগে উন্নতির যোগ। সম্পত্তি নিয়ে সমস্যা সমাধানের সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে কোনো বিশেষ সহকর্মী পরিকল্পনা করে আপনার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে পারে। প্রেমযোগ শুভ। শিক্ষাযোগ শুভ। বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। শারীরিক সমস্যার সমাধান হবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
কাছের বন্ধুর সঙ্গে ব্যবসা করতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। প্রেমযোগ শুভ। ভ্রমণের যোগে বাধা আছে। শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির যোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমের সমস্যা সামলাতে এসে কেউ সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। শারীরিক সমস্যার যোগ। শিক্ষায় উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
সুযোগ আসছে না এই হতাশায় না ভুগে বারবার চেষ্টা করুন। একাধিকার চেষ্টায় কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। প্রেমে বাধার যোগ। ভ্রমণের যোগ আছে। পরিবারের সবার সঙ্গে বিনোদনে সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
একদিকে বন্ধুত্ব, অন্যদিকে প্রেম- এ নিয়ে সমস্যা আসতে পারে। আপনার প্রিয় বন্ধু কোনো অজানা কারণে আপনার প্রেমের বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মে সতর্ক হওয়া দরকার। আর্থিক দিকে বেশি নজর দিন। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সম্পত্তির বিষয় উঠতেই কিছু আত্মীয়ের আচরণ অবাক করবে। সম্পত্তি নিয়ে এমন ঘটনা ঘটতে পারে যা কল্পনাও করেননি। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। বিশেষ ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে,। শিক্ষা যোগ শুভ। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে।

শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নতুন কাজ প্রাথমিক অবস্থায় সম্পন্ন করা অসম্ভব মনে হলেও ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়ে আসবে। প্রাথমিক অবস্থায় হাল ছেড়ে দিলে সমস্যা হবে। প্রেমযোগে শুভ ফল। পারিবারিক ক্ষেত্রে সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সম্পর্কে অশান্তির অবসান হবে। প্রেম নিয়ে কোনো সমস্যা তৈরি হয়ে থাকলে সেই সমস্যার সমাধান হবে। সম্পত্তি সমস্যার সমাধান হবে। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা থাকবে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় লাভ বাড়বে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
দাম্পত্য নিয়ে যে সব জাতক-জাতিকাদের সমস্যা চলছে তারা সমাধানের রাস্তা খুঁজে পাবেন। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হবে। বিদেশযাত্রার বাধা মুক্তি। আর্থিকযোগ শুভ। শুভ দিক উত্তর।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আর্থিক দিক শুভ। তবে একটি খাতের অর্থ অন্য বিষয়ে ব্যবহার করলে সমস্যা বাড়বে। ব্যবসার যোগ শুভ। কর্মে উন্নতির সম্ভাবনা। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২২

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পারিবারিক সদস্যদের মধ্যের অশান্তির সুযোগ নিতে পারে কোনো বাইরের ব্যক্তি। আপনার বন্ধু সেজে আদতে শত্রুতা করতে পারে আপনার কোনো আত্মীয়। আর্থিক বিষয় নিয়ে নিজে সিদ্ধান্ত নিন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।