ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের উন্নতিতে বাধা, সিংহের দাম্পত্যে শান্তি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ৪, ২০১৬
মীনের উন্নতিতে বাধা, সিংহের দাম্পত্যে শান্তি

আজ কেমন যাবে
তারিখ- ০৪/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনার অভিজ্ঞতা আপনাকে সমস্যার মুখে সাহায্য করবে।   যা চাইবেন সেটা পাবেন, এটা ভেবে থাকলে সমস্যা বাড়বে।

পরিবারে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায়ে সাফল্য লাভ করবেন। প্রেমে বাধা আসবে।

শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমে সাফল্যের যোগ রয়েছে। আনন্দ খুঁজতে গিয়ে অতিরিক্ত চাহিদা প্রকাশ করে ফেলবেন না। কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সমস্যা আসতে পারে। দাম্পত্যে সুখের সম্ভাবনা। শারীরিক সমস্যার যোগ রয়েছে। শুভ দিক পশ্চিম।

শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ১৫

মিথুন: (২২ মে – ২১ জুন)
হাসিমুখে সমস্যার মোকাবিলা করুন। মন খারাপ হলেও ধৈর্য রাখলে আপনার আশা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতার যোগ রয়েছে। পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যার যোগ রয়েছে।

শুভ রঙ: নীল, শুভ সংখ্যা: ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কোনো একটি ঘটনা আপনাকে পুরনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। কাজে অমনোযোগ হয়ে পড়তে পারেন। উৎসাহ হারানোর সম্ভাবনা রয়েছে। প্রেমে মিশ্রযোগ। ব্যবসায়ে উন্নতি। যাত্রা শুভ।

শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
মনে রাখবেন আপনার অন্তরের ক্ষমতার দ্বারা আপনি সফলতাকে সহজেই ছুঁয়ে দেখতে পারেন। প্রেমের সম্পর্কে উন্নতির সম্ভাবনা। দাম্পত্যে সমস্যার সমাধান। কর্মে বাধা আসতে পারে। সহকর্মীর সঙ্গে মনমালিন্যের যোগ রয়েছে।   শুভ দিক উত্তর।

শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

এমন কারও সঙ্গে দেখা হতে পারে, যে আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে। কর্মে সাফল্য লাভ করবেন। ব্যবসার সমস্যা সমাধান হবার সম্ভাবনা রয়েছে। প্রেমের বাধা কাটবে। যাত্রাযোগ শুভ।

শুভ রঙ: হলুদ, শুভ সংখ্যা: ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
পরিবারের বাইরের কোনো মানুষ পারিবারিক বিষয়ে প্রবেশ করবে। পারিবারিক সমস্যা বাড়তে পারে। পারিবারিক সমস্যা থেকে দাম্পত্য সমস্যা শুরু হতে পারে। প্রেমে বাধা রয়েছে। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার মনের ভয়কে জয় করে এগিয়ে যান। ভয় কাটলেই আসবে সফলতা। কাজে সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভ করবেন। শুভ দিক পশ্চিম।

শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমের যাত্রা পথটি হবে সুন্দর ও আনন্দে ভরা। নতুন কাজে উৎসাহ লাভ করবেন। ব্যবসায়ে সাফল্যের যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে সমস্যা। পরিবারে মতবিরোধের যোগ রয়েছে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাত্রাযোগ শুভ।

শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বিতর্কে না গিয়ে কিছুটা পিছিয়ে আসুন। সমাধানের পথ তখন খুঁজে পাবেন। কর্মে উন্নতির সম্ভাবনা। ব্যবসায়ে সাফল্যের যোগ রয়েছে। নতুন প্রেমের সম্পর্কে উন্নতি। যাত্রাযোগ শুভ।
 
শুভ রঙ: বেগুনি, শুভ সংখ্যা: ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কিছু সম্পর্কের কথা ভুলতে চেয়েও ভুলতে পারবেন না। স্মৃতি আপনাকে কিছুটা বেদনা দিতে পারে। প্রেমযোগ মিশ্র। কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে অংশীদারি সমস্যা দেখা দিতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রঙ: হলুদ, শুভ সংখ্যা: ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সুন্দর প্রাকৃতিক পরিবেশে শুরু হতে পারে প্রেমের সম্পর্ক। দাম্পত্য সমস্যার সমাধান হবে। আর্থিকযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা। ব্যবসায়ে সমস্যার সমাধান হবে। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।

শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ১

বাংলাদেশ সময়: ০০০১, মে ০৪, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।