ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার জীবনে প্রেম, ধনুর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
কন্যার জীবনে প্রেম, ধনুর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা

আজ কেমন যাবে
তারিখ- ২৪/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কাছের মানুষদের দূরে চলে যাওয়ার চিন্তা থেকে মুক্তি পাবেন। শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

কর্মক্ষেত্রে সফলতা লাভ হবে। শিক্ষায় বাধা আসতে পারে। নতুন কাজে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নিজের প্রতি সুবিচার করতে বাধা হতে পারে সামাজিক পরিস্থিতি। প্রেমের সমস্যার সমাধান হবে। দাম্পত্য যোগে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। পরিবারে বিতর্ক ও  সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে।   শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২ মে – ২১ জুন)
অহেতুক সন্দেহ আপনাকে মানসিকভাবে কষ্ট দেবে। প্রেমে বাধা আসতে পারে। দাম্পত্যে সমস্যার যোগ আছে। নতুন কাজের খবর আসতে পারে। আর্থিক যোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমের সম্পর্ক বজায় রাখতে আশপাশের কিছু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির সম্ভাবনা আছে। পরিবারে সঙ্গে মতবিরোধ। ভ্রমণের যোগ। আর্থিক উন্নতিতে বাধা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেমের সম্পর্কে ধীরে ধীরে এগোনোই আপনার পক্ষে মঙ্গলময়।   কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে লাভ বাড়বে। কাছের  বন্ধুর সঙ্গে সমস্যার শঙ্কা আছে। যাত্রা পথে চুরি-ছিনতাইয়ের যোগ আছে। অর্থযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম আসবে আপনার জীবনে। আপনার পছন্দের মানুষের সান্নিধ্য পাবেন। শারীরিক সমস্যার সমাধান হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিনোদনের যোগ আছে। আর্থিক যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
আপনার বন্ধু এমন কোনো কাজ করতে পারে যা আপনার ভাবনার বাইরে। কর্মে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে। প্রেমেও বাধা। শিক্ষায় শুভ ফল। পথে বিড়ম্বনার যোগ আছে। শারীরিক সমস্যার সমাধান হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সমস্যা সমাধানে ‘শর্ট কার্ট’ রাস্তায় গেলে সমাধানের জায়গায় সমস্যা বাড়তে পারে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে। আর্থিক যোগ মিশ্র। যাত্রা যোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার প্রেমের সম্পর্কে বা দাম্পত্য জীবনে কেউ চক্রান্তের চেষ্টা করতে পারে। এই বিষয়ে সতর্ক থাকা দরকার। । ব্যবসায়ের সমস্যার সমাধানের পথ বেরোবে। পরিবারে আনন্দ লাভ হবে। ভ্রমণের সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমের সম্পর্কে সময় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায়ে লাভ বৃদ্ধি। কেনা বেচার মাধ্যমে আর্থিক উন্নতি। বহুদিন বাদে কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পথে আঘাত লাগতে পারে। যাত্রা যোগে বাধা আছে।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমে কথা প্রকাশ করার ক্ষেত্রে মুখে এসে কথা আটকে যেতে পারে। দাম্পত্য সম্পর্কে সাবধানতা প্রয়োজন। যাত্রা যোগে বাধা আছে। কর্মে উন্নতির যোগ আছে। বিনোদনের সম্ভাবনা আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সাধারণ চেহারার পেছনে লুকিয়ে থাকতে পারে একটি অসৎ হৃদয়। নতুন সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়ে একটু সচেতন থাকতে হবে।   কর্মক্ষেত্রে জটিলতার অবসান হবে। শিক্ষায় সাফল্যলাভ হবে। ভ্রমণের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।