ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের কর্মে উন্নতি, মিথুনের প্রেমে মনোমালিন্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২৫, ২০১৬
কুম্ভের কর্মে উন্নতি, মিথুনের প্রেমে মনোমালিন্য

আজ কেমন যাবে
তারিখ: ২৫/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ভবিষ্যতের গর্ভে আপনার জন্য রাখা আছে সফলতা। আপনার ভাগ্য পায়ে পায়ে সেই দিকে নিয়ে যাবে।

অনুরোধে কাজে কিছুটা সুবিধা হবে। জটিল সমস্যা থেকে উদ্ধারের রাস্তা পাবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে। ভ্রমণের যোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোন বিষয় থেকে বিতর্ক বা অশান্তির সম্ভাবনা অনুভব করলে বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করার। প্রেম নিয়ে পরিবারের কারো সাথে সমস্যা হতে পারে। শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। শারীরিক সমস্যার যোগ আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
শান্তি লাভ করতে হলে শান্ত হতে হবে। উত্তেজনার বশে সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে। প্রেম নিয়ে মনোমালিন্যের যোগ আছে। প্রিয় মানুষের থেকে আঘাত পেতে পারেন। কর্মে বাধা আসতে পারে। যাত্রাযোগে শুভ ফল।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নিজের চাহিদাকে সীমাবদ্ধ না রাখতে পারলে মানসিকভাবে ক্ষোভ অথবা দুঃখের জন্ম হতে পারে। নতুন খবরে আনন্দ লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। নতুন সম্ভাবনার উৎপত্তি। যাত্রাযোগে বাধা। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
নিজের প্রচার নিজে করার প্রয়োজন নেই। সর্বশক্তিমানের ইচ্ছায় আপনি পরিচালিত হবেন। শারীরিক সমস্যার কিছুটা সমাধান হবে। নতুন কাজে উৎসাহ পাবেন। পরিবারে মতবিরোধের যোগ আছে। প্রেম নিয়ে সমস্যাগুলি কমে আসবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
শান্তির সন্ধানে ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ আছে। শিক্ষাযোগ শুভ। বিদেশযাত্রায় বাধামুক্তি হবে। আর্থিক লাভের যোগ। প্রেমের জন্য দিনটি শুভ। দাম্পত্য সমস্যা কমে আসবে। শিক্ষাযোগে সমস্যা দেখা দিতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
খুব দ্রুত কাজ শেষ করতে গিয়ে কাজে বারবার একই ভুল হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটতে পারে। শিক্ষাযোগে শুভ ফল লাভ হবে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয়। যাত্রাযোগে সমস্যা। বিদেশযাত্রায় জটিলতা দেখা দিতে পারে। আর্থিকক্ষেত্রে শুভ ফল।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
উত্তেজনায় নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। পারিবারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে সমস্যা আপনাকে বিরক্ত করে তুলতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। শারীরিক সমস্যার যোগ আছে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার কাছে কোনো মানুষের চুপ করে থাকাকে অবজ্ঞা করবেন না। পাওনা আদায় নিয়ে সমস্যা হবে। কর্মক্ষেত্রে উত্তেজনা দেখা দিতে পারে। নতুন সম্পর্কের সূচনায় কিছু বাধা আসবে। শুভ দিক পশ্চিম। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
রাশিচক্রের কিছু অশুভ প্রভাব কাটাতে ধার্মিক স্থানে দান করার প্রয়োজন আছে। পরিবারের সঙ্গে ভ্রমণের সম্ভাবনায় বাধা আসতে পারে। নতুন কাজে বন্ধুর সাহায্য পাবেন। আত্মীয়দের সঙ্গে আর্থিক বিষয়ে সমস্যা হতে পারে। শুভ দিক উত্তর।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
অজানা কারণে মন খারাপ হতে পারে। পারিবারিক সমস্যা ধীরে ধীরে সমাধানের যোগ আছে। কর্মে উন্নতি সম্ভাবনা। প্রেমের সম্পর্কে অশান্তি দেখা দিতে পারে। শারীরিক সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে। শুভ দিক উত্তর। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের সম্পর্কের সমস্যার সমাধান হবে। শিক্ষার জন্য বিদেশযাত্রার সম্ভাবনা। বিনোদন বা পরিবারে আনন্দ অনুষ্ঠান হবে। গতানুগতিক ধারার বাইরে কাজ করে সাফল্য। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১০

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।