ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের শুভ অর্থযোগ, বৃষের যাত্রা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
মকরের শুভ অর্থযোগ, বৃষের যাত্রা

আজ কেমন যাবে
তারিখ: ২৭/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
নতুন জায়গায় অচেনা পরিবেশের মধ্যে পড়তে পারেন। প্রেম নিয়ে কিছুটা দোলাচল থাকবে।

সন্তানের সাফল্য লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে শুভযোগ আছে। নতুন ব্যবসায় বন্ধুকে পাশে পাবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো বন্ধুর খবর না পাওয়ায় সারাদিন আপনার কিছুটা চিন্তায় কাটতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় সমস্যা কিছুটা কমে আসবে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজের মাধ্যমে উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৯

মিথুন: (২২মে – ২১ জুন)
দেখা না হওয়া, দূরে থাকা প্রেমে প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগের বিষয়টিকে নজর দিন। বিদেশযাত্রার বাধা কাটবে। শিক্ষায় সফলতার যোগ। ব্যবসার সমস্যায় সমাধান। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কাজ সমাপ্ত করলেও আপনার মনে সন্তুষ্টি আসবে না। সাময়িক লাভের আশায় আপনার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা আছে। বিচার করে তবেই সিদ্ধান্ত নিন। ব্যবসায় শুভযোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
মনের ভিতরে জমা দুঃখগুলো কাছের কোনো মানুষের সামনে প্রকাশ করলে মানসিক শান্তি পাবেন। কাজের জায়গায় সমস্যা হতে পারে। ব্যবসার সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কারও সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পথে বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কয়েকটি সমস্যা আপনাকে ভাবাতে পারে। ব্যবসায় সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কাজের ক্ষেত্রে গুছিয়ে কথা বলতে না পারার ফলে সমস্যা হবে। সুযোগ আপনার সামনে দিয়ে বেরিয়ে যেতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতি। শিক্ষাযোগে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং :  হলুদ, শুভ সংখ্যা : ৩৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মনের আশা পূর্ণ করতে হলে সব দিক ভুলে আপানার লক্ষ্যের দিকে নজর দিতে হবে। ব্যবসায় শুভযোগ। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রথম দেখায় প্রেম, এ সম্ভাবনা আপনার ক্ষেত্রে যথেষ্ট আছে। কর্মে সমস্যা থাকবে। ব্যবসায় বন্ধুদের সাহায্য পাবেন। শিক্ষাযোগে বাধা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আজকের দিনে আপনার সামনে এসে দাঁড়াতে পারে এমন এক মানুষ যার সান্নিধ্য লাভ করার জন্য আপনি উৎসাহিত ছিলেন। ব্যবসায় সমস্যা সমাধানের যোগ আছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপানাকে অনেকেই প্রশংসা করবে। কিন্তু আপনি যে মানুষটির প্রশংসা শুনতে চাইছেন, তিনি আগের মতোই কিছুটা উদাসীন থাকবেন। প্রেমযোগ দুর্বল। দাম্পত্য সমস্যার সমাধান হবে। শিক্ষায় উন্নতি হবে। যাত্রাযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার সামনে প্রশংসা ও পিছনে নিন্দা করবে আপনার কিছু সহকর্মী। পারিবারিক সমস্যার যোগ আছে। কর্মযোগে বাধা। ব্যবসায় মিশ্র ফল। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।