ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের দাম্পত্য সমস্যার সমাধান, কর্কটের যাত্রা শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ৩, ২০১৬
বৃশ্চিকের দাম্পত্য সমস্যার সমাধান, কর্কটের যাত্রা শুভ

আজ কেমন যাবে
তারিখ: ০৩/০৬/২০১৬

 মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
 নতুন বাণিজ্যিক চুক্তি আপনাকে আর্থিক সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। কর্মে উন্নতির যোগ।

প্রেমে বাধা আসতে পারে। দাম্পত্যযোগ  মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

 বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
 আপনার অপরিচিত কোনো ব্যক্তি হঠাৎ করেই আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়  সমস্যার যোগ। দাম্পত্য সুখের যোগ আছে। শারীরিক সমস্যা কমবে। বিদেশ ভ্রমণে বাধা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

 মিথুন: (২২মে – ২১ জুন) 
 কোনো জটিল মানুষ আপনার বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা  সমাধান হবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। পথে চুরির সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

 কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
 কোনো কাজে হাল ছাড়ার আগে একবার চেষ্টা করুন। শেষ চেষ্টায় সফলতার যোগ আছে। প্রেমযোগ মিশ্র। ব্যবসায় উন্নতির যোগ স্পষ্ট।  পরিবারে সমস্যার সমাধান হবে। দাম্পত্য মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২ 

 সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
 এমন কোনো ঘটনা ঘটতে পারে যখন আপনার বন্ধুই হয়ে যেতে পারে আপনার শত্রু। প্রেমযোগে সমস্যা আছে। দাম্পত্যে সমস্যার সমাধান  হতে পারে। কর্মে বাধা। সহকর্মীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। আর্থিক লাভের যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬ 

 কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
 দিনের মধ্যে ‘সারপ্রাইজ’ পেতে পারেন। ব্যবসার সমস্যা সমাধান হবে। প্রেমের বাধা কাটবে। সন্তানকে নিয়ে চিন্তা দূর হবে। উপহার  লাভের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

 তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
 সহজ সরলভাবে কথা বললে আপনাকে কেউ কেউ বোকা ভাবতে পারে। এই ভুল ভাবনা জোর করে ভাঙানো দরকার নেই। দাম্পত্য সমস্যা  বাড়বে। প্রেমের বাধা মুক্তি। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫ 

 বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
 আপনার সঙ্গীর সফলতা আপনাকেও উৎসাহিত করবে। কাজে সাফল্য লাভ করবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে বন্ধুর  সাহায্য পাবেন। দাম্পত্য সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

 ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
 আপনার সফলতা আসবেই। তবে এর আগে আপনাকে পেরোতে হবে কিছু বাধা। নতুন কাজে উৎসাহ লাভ করবেন। ব্যবসায় সাফল্য।  সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। পরিবারে মতবিরোধের সম্ভাবনা আছে। ভ্রমণের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

 মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
 খুশির খবর আপনাকে আনন্দিত করবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সাফল্য। ভ্রমণের যোগ। নতুন  প্রেমের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

 কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
 সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় অংশীদারি সমস্যা বাড়তে পারে। আর্থিকযোগ শুভ। দাম্পত্য  সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

 মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
 প্রেমের বাধা পেরিয়ে আসবে সফলতা। দাম্পত্য সমস্যার সমাধান হবে, তবে সময় লাগবে। আর্থিকযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা  থাকলেও দিনের শেষে সফলতা আসবে। ব্যবসায় সমস্যার সমাধান হবে। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।