ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

রাশিফল

ধনুর গোপন খবর চাউর, কর্কটের প্রেমে পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, জুন ১০, ২০১৬
ধনুর গোপন খবর চাউর, কর্কটের প্রেমে পরিবর্তন

আজ কেমন যাবে
তারিখ: ১০/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
এমন কোনো খবর আসতে পারে যা আপনাকে বেশ কিছুটা বিচলিত করবে। প্রেম নিয়ে আপনার ভাবনার পরিবর্তন হতে পারে।

হাঁটুর ব্যথা নিয়ে সমস্যা। নতুন বাণিজ্যের সুযোগ আসতে পারে। বিনোদনের সুযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমের সম্পর্কে প্রবেশের আগে দেখে নিন যাকে ভরসা করতে চলেছেন তিনি কতটা ভরসাযোগ্য। কর্মে বাধা এলেও কেটে যাবে। ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩১

মিথুন: (২২মে – ২১ জুন)
আপনি ভরসাযোগ্য কারও কথা উঠলেই যে মানুষটির নাম নেন তার বিশ্বাসযোগ্যতা একবার পরীক্ষা করে নিন। । নতুন ব্যবসার কোনো ঘটনার ফলে আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক বিষয়ে পরিবারে মনোমালিন্য। সম্পত্তি নিয়ে সমস্যা। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমের ফলে আপনার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। এ পরিবর্তনগুলি আপনার কাছের মানুষরা অনুভব করতে পারবেন। এগুলো ইতিবাচক কাজে লাগাতে পারলে আপনার পক্ষে সহায়ক হবে। যাত্রাযোগ মিশ্র। শারীরিক সমস্যার যোগ আছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৩১

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কোনো কোনো ঘটনা আপনার প্রেমের সম্পর্কে কিছু বিভ্রান্তি আসতে পারে। পথে আঘাত লাগার সম্ভাবনা। কর্মে বাধামুক্তির যোগ। শারীরিক সমস্যা কষ্ট দিতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১৮

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
হাসি ঠাট্টার মধ্যে হঠাৎ করেই উত্তেজনা সৃষ্টি পারে। কর্মক্ষেত্রে শুভ খবর আসতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। প্রেম নিয়ে সমস্যা থাকবে। যাত্রাযোগে বাধা আছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কেউ তার হাসির পেছনে লুকিয়ে রাখতে পারে আপনার বিরুদ্ধে জমানো অভিমান। প্রেমের ক্ষেত্রে নিজের মতামত চাপিয়ে না দিয়ে আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। শিক্ষাযোগ শুভ। পথে বিপত্তির সম্ভাবনা। আর্থিকযোগে বাধা আছে। শুভ দিল উত্তর।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৭

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের সম্পর্কে ভুল স্বীকার করে নিলে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। দাম্পত্য সম্পর্কে সংশয় থেকে বেরোতে পারবেন একইভাবে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সমস্যা মিটবে। বিদেশযাত্রায় বাধা আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার প্রেমের গোপন খবরটি বন্ধুদের মধ্যে চাউর হয়ে যেতে পারে। কর্মে উন্নতির যোগ। শিক্ষায় বাধা আছে। শারীরিক সমস্যার যোগ। পথে বাধা আসতে পারে। বাণিজ্যে লাভ বাড়বে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনার মনের কথা শুনে এগোবেন নাকি আপনার বুদ্ধি যা বলছে সেই কাজ করবেন- এই নিয়ে সমস্যা থাকবে। কাজের ক্ষেত্রে বুদ্ধি কিন্তু প্রেমের ক্ষেত্রে মনের কথাই শোনা আপনার পক্ষে শ্রেয়। পথে সমস্যা ও চোখের সমস্যা কষ্ট দিতে পারে। আর্থিকযোগ শুভ।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সম্পর্কে পুরনো মানুষ ফিরে আসতে পারে। পরিবারের বিতর্ক আপনাকে আহত করবে। সম্পত্তি নিয়ে সমস্যা আপনাকে বিরক্ত করে তুলতে পারে। শারীরিক সমস্যার যোগ আছে। শিক্ষা শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
স্পষ্ট কথা বলায় প্রেমের সম্পর্কে সমস্যা আসতে পারে। প্রেমের প্রস্তাব আসতে পারে। পথে সমস্যার যোগ। সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা। কর্মে উন্নতির যোগ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।