ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কেমন কাটবে ছুটির দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
কেমন কাটবে ছুটির দিন

আজ কেমন যাবে
তারিখ: ১৭/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আজকের দিনে আপনার রাশিচক্রে শুভযোগ বর্তমান। প্রেমের জন্য দিনটি আপনার পক্ষে থাকবে।

আর্থিকভাবে শুভ ফল লাভের সম্ভাবনা। কর্মে বাধামুক্তি। ব্যবসায় নতুন যোগাযোগ আপনাকে নতুন পথের সন্ধান দেবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আজকের দিনে আপনার কিছু সমস্যার সমাধান হবে। শুরু হতে পারে নতুন কিছু সমস্যা। পারিবারিক সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে পারিবারিক সম্পর্কে উন্নতির যোগ। সন্তানের সমস্যার সমাধান হবে। ভ্রমণের যোগ বর্তমান। প্রেমে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
আজকের দিনে আপনার রাশিচক্র শুভ। বন্ধু ও ভ্রমণযোগ সক্রিয়। বন্ধুর সাহায্যে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষার জন্য বিদেশে সুযোগ আসতে পারে। জরুরি দলিল হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে বাধা দিতে পারে পরিবারের কোনো সদস্য। দাম্পত্য সুখের যোগ আছে। যাত্রাযোগে শুভ ফল।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আজকের দিনে আপনি বেশ কয়েকটি সফলতার মুখোমুখি হবেন। নতুন কাজে সফলতা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। প্রেম নিয়ে পরিবারের মনোভাবে পরিবর্তন হবে। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় সাফল্য লাভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আজকের দিনটি আপনার পক্ষে মিশ্র। প্রেমের প্রচেষ্টায় সাড়া পাবেন। শিক্ষায় বাধা ও কর্মে সমস্যার যোগ আছে। ব্যবসায় উন্নতির পথে বাধা আছে। ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আজকের দিনে নতুন কাজের ভার আসতে পারে আপনার উপরে। শুভ খবর লাভের ফলে বদলে যেতে পারে পারিবারিক পরিস্থিতি। বিনোদনের সম্ভাবনা আছে। শিক্ষাযোগ শুভ। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতি হবে। সামাজিক সম্মান লাভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
আজকের দিনের কিছুটা সময় আপনার পক্ষে শুভ কিছুটা অশুভ। প্রেম নিয়ে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক বিষয় নিয়ে পরিবারে আলোচনা হবে। বিদেশযাত্রার সুযোগ বর্তমান। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় লাভ বাড়বে। যাত্রাযোগে বাধা আসবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজকের দিনে আপনাকে নিজের সুরক্ষা ও সুনাম সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকের দিনে গোপনে আপনার ক্ষতির চেষ্টা হতে পারে। প্রেমে বাধা আসতে পারে পরিচিতদের থেকেই। আর্থিক দিকে সাফল্য লাভ হবে। ভ্রমণে বাধা আসবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজকের দিনটি কিছুটা সমস্যায় ঘেরা। প্রেম নিয়ে মতবিরোধের জেরে সমস্যা বাড়বে। সম্পত্তি লাভ নিয়ে সমস্যা বজায় থাকবে। আর্থিক বিষয় নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ বজায় থাকবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আর্থিক দিকে সমস্যার যোগ আছে। পারিবারিক ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। বাইরের সমস্যার ফলে পরিবারে অশান্তি নেমে আসতে পারে। প্রেমযোগ শুভ। সন্তানকে নিয়ে চিন্তা। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আজকের দিনটি শুভ। প্রেমে সাফল্যের যোগ। শিক্ষায় উন্নতির যোগ আছে। কর্মে বাধা। বিদেশ ভ্রমণে সমস্যা হতে পারে। আর্থিক লাভ। যাত্রাযোগে বাধা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজকের দিনটি আপনার রাশিচক্রের পরিপ্রেক্ষিতে মিশ্র। পথে সমস্যার যোগ আছে। যাত্রাযোগে সমস্যা হতে পারে। শিক্ষায় শুভ ফল। কর্মে সাফল্যের যোগ। ব্যবসায় আর্থিক সমস্যা এবং সেই নিয়ে পরিবারে বিতর্ক শুরু হতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা জুন ১৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।