ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মেষের প্রেম যোগ শুভ, ব্যবসায় উন্নতি বৃষের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
মেষের প্রেম যোগ শুভ, ব্যবসায় উন্নতি বৃষের

আজ কেমন যাবে

তারিখ- ১৯/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

আপনার রাশিচক্রে পঞ্চমপতি রবির প্রভাব বজায় থাকবে। পরিবারের সাথে মনোমালিন্য হতে পারে।

নতুন পেশার সন্ধান পেলেও তাতে বাধা আসবে। ব্যবসায় আত্মীয়ের সাহায্য লাভ হতে পারে। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ মঙ্গলময়। আর্থিক যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

রাশিচক্রে দ্বিতীয় ও পঞ্চমপতি বুধ গ্রহের শুভ প্রভাব বজায় থাকবে। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। প্রেমে সমস্যার যোগ, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুন: (২২ মে – ২১ জুন)

আপনার রাশিচক্রে দ্বিতীয়পতি চন্দ্রের শুভ যোগে নতুন কাজে পারিবারিক সাহায্য লাভ করবেন। কর্মে সাফল্য পাবেন। প্রেম নিয়ে আত্মীয়ের সাহায্য লাভ হবে। দাম্পত্য সমস্যার সমাধানের যোগ আছে। শিক্ষা শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

আপনার রাশিচক্রে বৃহস্পতির অবস্থানজনিত কারণে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। প্রেমে বাধা এবং পরিবারে মতবিরোধ হতে পারে। বন্ধুর সাহায্য লাভ থেকে বঞ্চিত হবেন। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। আর্থিক যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  

রাশিচক্রে শুক্র গ্রহের অবস্থান দুর্বল হলে সমস্যা বাড়বে। ঝগড়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। পরিবারে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র সমস্যা আসবে। ব্যবসায়ে লাভ কমতে পারে। প্রেম যোগ মিশ্র। যাত্রা যোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

রাশি চক্রে মঙ্গলের প্রভাব আপনার পক্ষে কিছুটা সমস্যার কারণ হবে। পথে যানবাহনে সমস্যা থেকে শুরু করে কর্মক্ষেত্রে ছোট ছোট সমস্যা বজায় থাকবে। কর্মক্ষেত্রে শুভ যোগ । প্রেম যোগ শুভ। নতুন ব্যবসা। উপহার লাভ। বিনোদনের সম্ভাবনা। যাত্রা যোগ শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ২৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

রাশিচক্রে শুক্র গ্রহের শুভ অবস্থানের ফল পাবেন। শারীরিক সমস্যার সমাধান হবে। নতুন কাজের সুযোগ আসবে। প্রেমে সাফল্য লাভ করবেন। পরিবারে আনন্দ বজায় থাকবে। আর্থিক যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ৩১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

রাশিচক্রে বৃহস্পতি শুভ হওয়ায় শুভ ফল লাভ হবে। সহকর্মীর সাহায্যে উন্নতি, কাজে উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ে পরিবারের সাহায্য লাভ করবেন। আর্থিক সফলতা লাভ করবেন। শিক্ষা যোগ শুভ। প্রেমে সাফল্য লাভ করবেন । যাত্রা যোগে বাধা।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আপনার রাশিচক্রে বুধ সপ্তম এবং দশম পতি হওয়ায় সমস্যা থাকবে। প্রেম নিয়ে নানা রকম আপত্তি বাধা আসতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। কর্মে উন্নতির যোগ আছে। বিদেশ ভ্রমণ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩১

  মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

আপনার রাশিচক্রে শুক্র গ্রহ শুভ হিসেবে কাজ করছে। ফলে আর্থিক লাভের যোগ আছে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায়ে উন্নতি হবে। প্রেমে মিশ্র ফল লাভ করবেন। পরিবারে সমস্যার যোগ আছে। সন্তানের শুভ খবর আসবে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

  কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আপনার রাশি চক্রে রবি শুভ ফল দেবে। শুভ দিক পশ্চিম। শুভ খবর লাভ করবেন। আর্থিক যোগে সফলতার সম্ভাবনা আছে। প্রেমে বাধা মুক্তি ঘটবে। দাম্পত্য সমস্যা কমবে। যাত্রা যোগ শুভ। বিনোদনের সম্ভাবনা আছে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আপনার রাশি চক্রে রবির সমস্যা থাকায় টাকা ঋণ দিয়ে ফেরত পাবেন না। ব্যবসায়ে শুভ যোগ বর্তমান । কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। নতুন সম্পর্কে প্রবেশের সম্ভাবনা আছে। আগন্তুকের দ্বারা সাহায্য লাভ করবেন। দাম্পত্য জীবন শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।