ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

জমি জটিলতা বৃষের, কর্কটের চাকরিতে উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জমি জটিলতা বৃষের, কর্কটের চাকরিতে উন্নতি

আজ কেমন যাবে
তারিখ- ২২/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)  
আগামী দিনের আশা করে বসে থাকবেন না। আজ যেটা আপনার পক্ষে যুক্তিযুক্ত সেটাই করুন।

প্রেমের ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত  হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে সফলতা লাভ করবেন। শারীরিক সমস্যার সমাধান হবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
 
এমন কোনো মানুষের প্রয়োজন অনুভব করবেন যে আপনার থেকে অনেকটা দূরে অবস্থান করছে। পরিবারে সম্পত্তি নিয়ে সমস্যা আপনাকে বিচলিত করে তুলতে পারে। দাম্পত্য কলহ নিয়ে সমস্যা বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। শিক্ষা যোগ  শুভ। প্রেম যোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

মিথুন: (২২ মে-২১ জুন)
আপনার সাময়িক লাভের থেকে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভাবুন। প্রেমে বন্ধুর সাহায্য পাবেন। বিদেশ যাত্রায় বাঁধা এলেও সমাধান হবে। নতুন পরিচিতের মাধ্যমে নতুন সুযোগ লাভ পাবেন। ব্যবসায়ে লাভ বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রাকৃতিক পরিবেশের ইতিবাচক প্রভাব আপনাকে প্রভাবিত করবে। মানসিক শক্তির পরীক্ষা দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাঁধার নিরসন হবে। চাকরিতে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  

কোনো ঘটনা আপনাকে চমকে দিতে পারে। ধাতস্থ হতে সময় লাগবে। তবে পরিস্থিতি সামাল দিতে পারবেন সহজেই। প্রেমের সফলতার জন্য পরিশ্রম করতে হবে। ভ্রমণ যোগ বর্তমান। আছে যাত্রা যোগও।  

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  
আপনার বক্তব্য বুঝিয়ে বলতে সমস্যার মুখে পড়তে হবে। হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করার ক্ষেত্রে সমস্যা হবে। প্রেমে বাঁধা আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। শিক্ষা যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কোনো বিষয় নিয়ে আপনি অস্থির হয়ে পড়তে পারেন। কোনো কাজে দেরি করতে না চাইলেও দেরি হতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। ব্যবসায়ে নতুন লাভের জায়গা তৈরি হবে। বিদেশ ভ্রমণে বাঁধা আসবে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কোনো সিদ্ধান্ত প্রকাশ করতে গিয়ে সমস্যায় পড়বেন। বন্ধু সাহায্যে ব্যবসার সমস্যার নতুন সুযোগ লাভ করবেন। পরিচিতের মাধ্যমে কাজের সুযোগ আসবে। প্রেমে সফলতা লাভ হবে। উপহার লাভ হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৮

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

জীবনে নতুন উজ্জ্বলতা আসবে। সাফল্যের খবরে পরিবারে আনন্দ আসবে। ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেমের প্রস্তাবে সফলতা পাওয়া যাবে। বিনোদনের সুযোগ আছে। শিক্ষা যোগ শুভ। আছে যাত্রা যোগও।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৪

মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
 
সরাসরি ‘না’ বলার থেকে ‘হ্যাঁ’ বলে কাজটিকে ঘুরিয়ে করার চেষ্টা করলে সফল হবেন। প্রেমে বাঁধা আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় নতুন সুযোগ আসবে। প্রিয় মানুষদের সঙ্গে বিনোদনের সম্ভাবনা আছে। যাত্রা যোগও শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)  

রাগের বহিঃপ্রকাশ আপনাকে নতুন করে সমস্যায় ফেলতে পারে। প্রেমে সাফল্য লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সমালোচনার সম্ভাবনা আছে। যাত্রা যোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

ভুলে যাওয়ার সমস্যা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। ব্যস্ততা থাকার ফলে পরিবারে সময় দিতে পারবেন না। প্রেমে সাফল্য লাভ হতে পারে। শিক্ষায় শুভ এবং কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।