ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

হিসাব করে পা ফেলুন কন্যা, লক্ষ্যে পৌঁছাবেন কর্কট

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
হিসাব করে পা ফেলুন কন্যা, লক্ষ্যে পৌঁছাবেন কর্কট

আজ কেমন যাবে
তারিখ: ০৯/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে যান্ত্রিক সমস্যা বিড়ম্বনায় ফেলতে পারে। যন্ত্র চালাবার সময় সতর্ক থাকা দরকার।

প্রেমযোগ শুভ। পারিবারিক অশান্তির অবসান হবে। আর্থিক ক্ষেত্রে সমস্যা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
নতুন কাজ শুরুর আগে প্রস্তুতির দিকটিতে যথেষ্ট নজর দেওয়া দরকার। প্রেমের সম্পর্কে সমস্যার যোগ। যাত্রাযোগে শুভ ফল লাভ। ইতিবাচক মানুষের সঙ্গে থাকার সুফল লাভ করার সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২৯

মিথুন: (২২মে – ২১ জুন) 
শারীরিক সমস্যা কাটিয়ে আবার কর্মজীবনে ফিরতে পারবেন। কোনো বিষয়ে মানসিক বাধা আসতে পারে। মানসিক বাধা কাটাতে বন্ধু ও পরিবারের সাহায্য পাবেন। শিক্ষায় শুভ ফল লাভের যোগ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কারও সাহায্য ছাড়াই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শিক্ষায় শুভযোগ। কর্মযোগে শুভ ফল লাভ। অন্যের ভরসায় এগোতে গেলে সমস্যা কমার বদলে বাড়বে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
নতুন নতুন কাজ করার ক্ষেত্রে উৎসাহ লাভ করবেন। মানসিক চাপ কিছুটা কমে আসবে। পরিবারের কনিষ্ঠদের সান্নিধ্যে মন ভালো থাকবে। প্রেম নিয়ে সমস্যার যোগ। আর্থিকযোগে শুভ ফল লাভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৫২ 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
হিসাব করে প্রতি পা ফেললে আপনার কাজ সহজ হবে। আকাশ-কুসুম চিন্তা না করে বর্তমান সময়ে মন স্থির করুন। মানসিক চঞ্চলতার ফলে আপনার জীবনে নতুন সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
হাত-পায়ের ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে। শিক্ষায় সফলতার যোগ। যাত্রাযোগে শুভ ফল লাভ করবেন। প্রেম নিয়ে সমস্যা সমাধানের যোগ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৭১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
ভবিষ্যতের আশায় বর্তমানকে অবহেলা করবেন না। প্রেম নিয়ে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিন। আপনার আবেগপ্রবণতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
আপনার সব আত্মীয়ের থেকে সমান গুরুত্ব পাবেন ভাবলে হতাশ হয়ে পড়বেন। কোনো কোনো সমালোচনাকে গুরুত্ব না দিয়ে এগিয়ে চলুন। প্রেমযোগ নিয়ে নানাজনের নানা মত আপনাকে বিব্রত করবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৯৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
মানসিক চঞ্চলতার ফলে কাজে ভুল হবে। প্রেম নিয়ে মাসিক অবসাদ দেখা দিতে পারে। পরিবারের কোনো মানুষকে নিয়ে চিন্তা বাড়তে পারে। আর্থিক সমস্যার সম্ভাবনা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫০

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
রেগে গিয়ে করা কাজ আপনাকে পরে সমস্যা ফেলবে। উত্তেজনা নিয়ন্ত্রণ না করতে পারলে জটিলতায় জড়নোর সম্ভাবনা। অন্যকে ক্ষমা করতে পারলে মন হালকা হবে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
কারও উপযাচক হয়ে সাহায্য করতে গেলে সে ভুল বুঝতে পারে। অন্যায়ভাবে আপনাকে অপমান করা হতে পারে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।