ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সন্তান ধারণে শুভদিন তুলার, বন্ধুর মান রাখতে অর্থক্ষয় মীনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
সন্তান ধারণে শুভদিন তুলার, বন্ধুর মান রাখতে অর্থক্ষয় মীনের

আজ কেমন যাবে

তারিখ- ২২/০৭/২০১৬


মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

আপনি হয়তো নিজেকে যথেষ্ট শান্ত এবং যুক্তিনিষ্ঠ বলে মনে করছেন। কিন্তু আপনার আশেপাশের লোকের আপনার ব্যবহার অপছন্দ করবে।

প্রেমের ক্ষেত্রেও আপনার কিছু মতামত আপনার সঙ্গীর অপছন্দ হবে। শুভ দিক উত্তর।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আপনার কাজের ক্ষেত্রে নতুন মানুষ নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ইচ্ছে পূরণের সম্ভাবনা আছে। কিন্তু পুরো ফল লাভ করতে অপেক্ষা করতে হবে। প্রেমযোগ শুভ।

 

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৩

মিথুন: (২২মে – ২১ জুন)

আপনার পছন্দের মানুষ কোনো প্রস্তাব পাঠিয়ে হতাশ হতে পারেন। প্রস্তাবে সে নাও গুরুত্ব দিতে পারে। প্রেম যোগে বাধা আছে। কর্মে উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম।

 

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

জীবনের ইতিবাচক দিকগুলি আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে। প্রেম নিয়ে সমস্যা সমাধানের যোগ আছে। কর্মক্ষেত্রে উচ্চ পদাধিকারী চোখে আপনার যোগ্যতাগুলি পড়বে। যাত্রা যোগে শুভ ফল লাভ হবে।

 

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 

দায়িত্ব পালন করতে গেলে আপনাকে পরিকল্পনা করতে হবে। শিক্ষায় বাধা এবং কর্মক্ষেত্রে শুভ যোগ আছে। প্রেম যোগে শুভ ফল লাভ হবে। শুভ দিক দক্ষিণ।

 

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

কারও মানসিক অত্যাচারের প্রতিবাদে আপনি মুখর হতে পারেন। এক্ষেত্রে আরও মানুষকে পাশে পাবেন। শারীরিক সমস্যার আশঙ্কা। প্রেমযোগ শুভ। দাম্পত্য যোগে শুভ ফলের সম্ভাবনা আছে।

 

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

যেসব দম্পতি সন্তান ধারণের চেষ্টা করছেন তাদের জন্য আজ শুভ দিন। কর্মে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটবে। শুভ দিক পশ্চিম।

 

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেম নিয়ে আপানর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। পরিবারের সকলের সঙ্গে আনন্দের যোগ আছে। আপনার কাজে অন্যরা খুশি হবে। যাত্রাযোগ শুভ।

 

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

পরিবারের কনিষ্ঠ কোনো সদস্যের সমস্যা আপনাকে এবং গোটা পরিবারকে বিচলিত করবে। দাম্পত্য যোগে সমস্যা হতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

ব্যবসায়ে কিছু সমস্যা সৃষ্টিকারী ঘটনা ঘটতে পারে। খুব শান্ত ভাবে সেই সমস্যার সমাধান করুন। নতুন কাজে সফলতা লাভ করবেন। প্রেমযোগে বাধা আছে।

 

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

শারীরিক সমস্যায় আপনার পরিকল্পনা বাতিল হতে পারে। যাত্রায় সমস্যার আশঙ্কা। চুরি বা হারিয়ে যাওয়া নিয়ে সতর্ক থাকুন। প্রেমযোগ মিশ্র। শুভ দিক দক্ষিণ।

 

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
অন্যের জন্য আপনাকে মিথ্যে দোষের ভাগীদার হতে হবে। বন্ধুর সম্মান বাঁচাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। প্রেমিক বা প্রেমিকার কোনো কথা শুনলে আপনার সমস্যার সমাধান হবে। যাত্রায় শুভ যোগ আছে।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।