ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

দরকারে বন্ধু পাবেন না কুম্ভ, কন্যার ভাগ্য ইতিবাচক

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
দরকারে বন্ধু পাবেন না কুম্ভ, কন্যার ভাগ্য ইতিবাচক

আজ কেমন যাবে
তারিখ- ২৭/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
হাসি মজার মধ্যেই আপনাকে পরিবারের কেউ আঘাত করে কথা বলতে পারে। সমস্যার মুখে ভয় না পেয়ে অপমানের উত্তর দিন।

প্রেম নিয়ে নিজের সিদ্ধান্ত অন্যের মতে প্রভাবিত হতে দেবেন না। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করা হতে পারে। প্রেম নিয়ে এমন কথা বলা হতে পারে যার ফলে আপনার সম্পর্ক খারাপের দিকে যাবে। কর্মক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
কেউ আপনার কাজকে সুখ্যাতি করবে আবার ওই একই কাজের সমালোচনা সহ্য করতে হতে পারে। আশপাশের লোকদের মধ্যে আপনার পক্ষের মানুষের চিনে নিতে হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনি যাকে মন থেকে ডাকছেন তিনি আপনার ডাকে সাড়া নাও দিতে পারেন। তবে অপেক্ষা করলে শুভ ফল লাভের যোগ। আর্থিকক্ষেত্রে দেরিতে হলেও সফলতা আসবে। শরীরের দিকে নজর দিতে হবে। প্রেমযোগ শুভ।

 

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১

 

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
বন্ধুরা আপনার পাশে থাকবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাহায্য অনেকটাই এগিয়ে দেবে। অন্যের উপর ভরসা কমিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
হতাশ হলে আপনি আরও পিছিয়ে পড়বেন। ভাগ্যের ইতিবাচক যোগ আপনার সঙ্গে রয়েছে। দরকার সামান্য চেষ্টা। সাফল্য আপনার খুবই কাছে, আপনাকে শুধু সেটিকে নিজের কাছে নিয়ে নিতে হবে। প্রেমযোগ মিশ্র। শুধু শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
দিনের মধ্যে অল্প সময়ের কোনো ঘটনা আপনাকে প্রভাবিত করবে। প্রেম নিয়ে শুভ ফলের সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে সফলতা আসবে।   আর্থিক ক্ষেত্রে শুভ ফল লাভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ১৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার সঙ্গের বন্ধু বা কাছের কোনো মানুষ পেশাগত কারণে দূরে চলে যেতে পারে। আর্থিকযোগ শুভ হলেও খরচের যোগ আছে। প্রেম নিয়ে সমস্যা মিটে সমাধানের পথ বেরোবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রেমের সম্পর্ক শুরু হতে পারে। তবে নতুন সম্পর্ক শুরুর আগে কিছুটা সর্তক থাকতে হবে। বন্ধুর সাহায্য পাবেন। শিক্ষায় বাধা আছে। শুভ দিক পশ্চিম। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সুযোগ এসেও আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। আপনার কাছের মানুষরাই এগোবার পথে বাধা হতে পারে। প্রেম নিয়ে শুভ ফল লাভের যোগ আছে। শুভ দিক উত্তর।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
কোনো কোনো মানুষ বাইরে থেকে দেখে খারাপ মনে হলেও তিনি আপনাকে সাহায্য করতে পারেন। কোনো বন্ধু দরকারের সময় দূরে সরে যেতে পারেন। প্রেমের যোগ শুভ। শুভ দিক উত্তর। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম নিয়ে সমস্যা আসতে পারে। এই সমস্যা আপনার কাজের প্রভাব ফেলতে পারে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।