ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আবেগ নিয়ন্ত্রণে রাখুন মিথুন, ত‍ুলার নতুন প্রেম

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আবেগ নিয়ন্ত্রণে রাখুন মিথুন, ত‍ুলার নতুন প্রেম

আজ কেমন যাবে

তারিখ- ২৪/০৮/২০১৬

মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)  

আত্মীয়রা সমৃদ্ধির নতুন প্রস্তাব এনে দিতে পারেন বলে মনে হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ আচরণ থেকে সতর্ক থাকুন।

কর্মক্ষেত্রে সবই বেশ অনুকূলে থাকবে। প্রেম যোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬১

বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। পরিবারের জন্য মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। ভয় পাবেন না, কারণ কোনো হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে। প্রেম যোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯১

মিথুন: (২২মে–২১ জুন)
আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। প্রেমে সমস্যা আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কট: (২২ জুন–২২ জুলাই)
যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে, তাহলে কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। আর্থিক যোগ শুভ। প্রেম যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
ঘরে কিছু পরিবর্তন ভালোবাসার মানুষের সঙ্গে সমস্যার দিকে নিয়ে যেতে পারে। সঠিক পরিচয় ও বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। প্রেম যোগ মিশ্র। যাত্রা যোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
দায়িত্বগ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। জোর ও আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর পুনর্মূল্যায়নের সময়। বিনোদনের সম্ভাবনা আছে। প্রেমে সমস্যা দেখা দিতে পারে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আনন্দ উপভোগের জন্য বন্ধুদের সঙ্গে তা ভাগ করে নিতে পারেন। নতুন বন্ধুত্ব বা প্রেম শুরু হতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩১

বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)

পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে, যা হতে পারে সমালোচনার বিষয়ও। প্রেমে সাফল্যের যোগ আছে। যাত্রা যোগে বাঁধা।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। সবাই আজ কর্মক্ষেত্রে ভালবাসবে এবং সমর্থন করবে। আর্থিক যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা:  ৩১

মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)  
কোনো বন্ধু বা পরিচিতের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। পথে আগাতের সম্ভাবনা আছে। প্রেম যোগ শুভ। যাত্রা যোগে বাঁধা আছে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৫

কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি)
কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে। গোপন শত্রুরা গুজব রটাতে ব্যগ্র হবে। বিনোদনের সম্ভাবনা আছে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারেন। আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয়। প্রেম ও দাম্পত্য জীবন শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।