ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর বাড়িতে অশান্তি, মীনের সংসারে গাফিলতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
ধনুর বাড়িতে অশান্তি, মীনের সংসারে গাফিলতি

আজ কেমন যাবে
তারিখ: ০২/০৯/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো খবর।

শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে অশান্তি বাড়বে। অধস্তন কর্মী দ্বারা কোনো ভালো কাজ হতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আয়-ব্যয়ের সমতা ঠিক থাকবে না। বাড়ির খরচ সর্বদা হাতের বাহিরে থাকবে। নিজের পাওনা আদায়ের জন্য একটু শক্তি খরচ করতে হবে। বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সপ্তাহের মধ্যভাগে সব অশুভ জিনিসগুলো থেকে দূরে থাকুন। প্রেমযোগ শুভ। আর্থিক উন্নতি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
শরীর নিয়ে চিন্তা বাড়বে। রক্ত চাপ বাড়তে পারে। চিকিৎসকদের কোনো ভুল হতে পারে। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন। ব্যবসার দিকে কোনো ক্রেতার সঙ্গে বিবাদ বাধতে পারে। বন্ধুর দ্বারা কোনো ভালো উপকার আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রা শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বাড়িতে আনন্দের খবর আসতে পারে। দূরের বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। রাস্তায় অচেনা লোকের জন্য বিপদে পড়তে পারেন। ভাই–বোনের অশান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে। সম্পত্তি কেনার জন্য ভালো সময় আসছে। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে। বাড়ির অশান্তিতে নজর দেবেন না। আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। অপরের দ্বারা কোনো উপকার পেতে পারেন। প্রেমের ব্যাপারে ঝামেলা বাড়তে দেবেন না। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনের দিক দিয়ে ক্লান্ত অনুভব করবেন। যেমন আয় বাড়বে ব্যয় বাড়বে। বিলাসিতায় খরচ বাড়বে। ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে। পছন্দমতো কোনো বন্ধুর সঙ্গে মনের আনন্দ বলুন। প্রেম এবং দাম্পত্যে বাধা আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কর্মস্থানে সাহসের সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন ভালো লাগবে। কোনো বন্ধুর জন্য গর্ব বোধ হবে। ভ্রমণের আলোচনা আপাতত স্থগিত রাখুন। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আপনার নির্দেশ ভালো হওয়ার জন্য কর্মস্থানে সুনাম বাড়তে পারে। প্রেমযোগ মিশ্র। শুভ ডিক পশ্চিম।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাহিরের লোক নিয়ে কোনো প্রকার বিবাদ বাধতে পারে। পাড়ার লোকের সঙ্গে মেলামেশা সংসারে ঝামেলা বাধাতে পারে। বহু পরিশ্রমের ফল সামান্য মাত্রই পাবেন। অপর কাউকে কিছু বলার হলে অপেক্ষা করুন। প্রেমে সমস্যার যোগ আছে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলবার জন্য কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসার দিকে খুব ভালো খবর আশা করা যাচ্ছে না। বাড়িতে কিছু অভাবের জন্য অযথা অশান্তি আসতে পারে। সন্তানের মতিগতি দেখে মনের চাপ বাড়বে। প্রেম-দাম্পত্য শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
লেনদেনের ব্যাপারে মনের ভেতর অস্থিরতা কাজ করবে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। সঞ্চয় খুব ভালো হবে না। ব্যবসার দিকে একটু মনোযোগ দিন। প্রেম নিয়ে চিন্তা বাড়বে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সম্পত্তি নিয়ে পিতা-মাতার সঙ্গে অশান্তি প্রতিবেশীর সুযোগের কারণ হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে ঝঞ্ঝাট থেকে মুক্ত হবেন। ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোনো বিবাদ বাধতে পারে। সন্দেহের কারণে স্বামী-স্ত্রী অশান্তি হতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো ভালো কাজ করবার সম্মান বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না। কোনো অজানা স্থান থেকে আয় বাড়তে পারে। সংসারের কাজে গাফিলতির জন্য দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।