ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার লটারি প্রাপ্তিযোগ, জলপথ এড়িয়ে চলুন তুলা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
কন্যার লটারি প্রাপ্তিযোগ, জলপথ এড়িয়ে চলুন তুলা


আজ কেমন যাবে
তারিখ: ২৪/০৯/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। অত্যধিক পরিশ্রমের ফলে শারীরে ক্লান্তি আসবে।

বুদ্ধি বলে সব বাধা পেরিয়ে জয় লাভের সম্ভাবনা আছে। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
স্ত্রী বা পরিবারের সহায়তায় ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের সম্ভাবনা। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় হঠাৎ বাধার যোগ। কোনো জটিল অসুখে ভোগান্তি হতে পারে। অপ্রিয় সত্যি বলায় বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বাকপটুতায় শত্রুনাশ হওয়ার সম্ভাবনা। সন্তানের ভালো কাজে সুনাম বাড়বে। রাস্তায় সাবধানতা অবলম্বন জরুরি। রক্তপাতের আশঙ্কা। মাথা যন্ত্রণা বা সাইনাসের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম। প্রেমযোগে সমস্যা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কঠোর পরিশ্রমে ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা। শারীরিক সমস্যায় কাজ-কর্মে ব্যাঘাত ঘটবে। নিজের আবেগ সংযত না করতে পারলে ক্ষতির সম্ভাবনা। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য লাভ। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
সমাজসেবামূলক কাজে সুনাম পেতে পারেন। লটারিতে প্রাপ্তিযোগ। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় অর্থপ্রাপ্তি যোগ। নিজের ভুল শুধরে নিয়ে সংসারে শান্তি স্থাপনের চেষ্টা সফল হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভালো। নতুন বন্ধুত্ব ও বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার সম্ভাবনা আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাল চাকরির যোগ আছে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য অর্থ খরচ হবে। প্রেমে সাফল্য লাভ হবে । যাত্রা যোগে বাঁধা।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
গুরুজনদের উপদেশে সংসারে শ্রী–বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপদস্থ হতে পারে। পরোপকার করতে গিয়ে সংসারের শান্তি নষ্ট হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে মানসিক সুখ লাভের সম্ভাবনা আছে। প্রেম যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আর্থিক লাভ হবে। পাওনা টাকা ফিরত পাবেন। অতিরিক্ত আবেগ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করবেন। কাজের সূত্রে অন্যত্র যেতে হতে পারে। পথে আঘাতের সম্ভাবনা আছে। যাত্রা যোগে বাঁধা আসবে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নানা ঘটনায় সারা দিন ব্যস্ততায় কাটবে। যে কাজে যাবেন সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবামূলক কাজে সুনাম পেতে পারেন। বিনোদনের সম্ভাবনা আছে। প্রেম যোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় অতিরিক্ত প্রাপ্তি যোগের সম্ভাবনা। পরিচিত কারও থেকে উপকৃত হতে পারেন। আপনার রুক্ষ ব্যবহারে অনেকে কষ্ট পেতে পারেন। শুভ দিক দক্ষিণ। প্রেম যোগ শুভ।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪১

এএবাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।